আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব -
সংবাদপত্র ও সাময়িকপত্রগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উনিশ শতক থেকে সংবাদপত্র ও সাময়িক পত্রিকাগুলির বিকাশ ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষ্য বহন করে এসেছে। নিন্মে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো -
সমকালীন ঐতিহাসিক তথ্য ঃ সমকালীন ঐতিহাসিক তথ্য সম্পর্কে জানতে হলে এই পত্রপত্রিকার গুরুত্ব অনস্বীকার্য। কারণ সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, সমাজ, ধর্ম-সংস্কার আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যের যোগান দিয়ে থাকে সাময়িকপত্র ও সংবাদপত্র।
ব্রিটিশ সরকারের শোষণের বিভিন্ন রূপ ঃ উনিশশতক থেকে ভারতে ব্রিটিশ শাসনের অত্যাচারের বহিঃপ্রকাশ ঘটেছিল সংবাদপত্র ও সাময়িক পত্র গুলির মধ্য দিয়ে। যেমন - হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবদের যে অমানবিক অত্যাচার এবং দরিদ্র সাঁওতালদের উপর ইংরেজদের উৎপীড়ন চলেছিল তা এই পত্রিকায় প্রথম তুলে ধরা হয়।
জাতীয়তাবাদী ধ্যান ধারণার বিকাশ ঃ ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ভারতীয়দের আন্দোলনের খবরাখবর প্রতিনিয়ত প্রকাশিত হতো সংবাদপত্র ও সাময়িক পত্রগুলিতে। যেমন - সোমপ্রকাশ পত্রিকা থেকে দেশীয় ভাষা সংবাদপত্র আইনবিরোধী, ইলবার্ট বিল সংক্রান্ত ভারতীয়দের আন্দোলনের খবর ইত্যাদি। এগুলি ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ ও জাতীয়তা বোধের বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল।
জনমত গঠন ঃ জনমত গঠনেও সংবাদপত্র এবং সাময়িকপত্রিকাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এগুলিতে তৎকালীন সময়ের রাজনৈতিক আন্দোলন, সমাজ সংস্কার ও সমাজের বিভিন্ন দিক সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালির কিরূপ মনোভাব ছিল বা নীল বিদ্রোহ সম্পর্কে বাঙালি মধ্যবিত্তদের সমর্থন ও সহযোগিতা কিরূপ ছিল তা পত্রিকাগুলি থেকে জানতে পারা যায়।