হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও -
উনিশ শতকের বাংলার সমাজসংস্কারকদের মধ্যে অন্যতম ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি ইঙ্গো-পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি নিজেকে ভারতীয় বলেই মনে করতেন।
প্রথম জীবন ঃ ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতায় একটি ইন্দো-পর্তুগিজ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছেলেবেলায় স্কটিশ সাহেব ডেভিড ড্রুমণ্ড প্রতিষ্ঠিত 'ধর্মতলা একাডেমি'তে শিক্ষা লাভ করেছিলেন।
শিক্ষকতা ঃ ১৮২৬ খ্রিস্টাব্দে মাত্র ১৭ বছর বয়সে ডিরোজিও হিন্দু কলেজে ইতিহাসের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার দেশপ্রেম, যুক্তিবাদ ও সত্যের প্রতি নিষ্ঠার জন্য তিনি ছাত্রদের কাছে অতি শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
নব্যবঙ্গ গোষ্ঠী গঠন ঃ ডিরোজি তাঁর অনুগামীদের নিয়ে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামক একটি গোষ্ঠী গঠন করেছিলেন। এর উল্লেখযোগ্য সদস্য ছিলেন রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় প্রমুখ।
কার্যকলাপ ঃ ডিরোজিও সমাজসংস্কারের উদ্দেশ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন সমাজসংস্কার মূলক মতামত প্রচারের জন্য তিনি পার্থেনন পত্রিকা প্রকাশ করেছিলেন।
তিনি বাংলার সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তিপূজা, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ইত্যাদির বিরোধিতা করেছিলেন।
হিন্দু কলেজ থেকে বহিষ্কার ঃ ডিরোজিও ও তাঁর নব্যবঙ্গ দল কুসংস্কারের বিরুদ্ধে উগ্র প্রতিবাদ আন্দোলন শুরু করলে তাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। অবশেষে ১৮৩১ খ্রিস্টাব্দে মাত্র ২৩ বছর বয়সে ডিরোজিওর জীবনাবসান ঘটে।
আরও পড়ুন ঃ