আধুনিক শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান -
উনিশ শতকের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের উদ্যোগে এদেশে শিক্ষা বিস্তারের কাজ চলেছিল। তিনজন খ্রিস্টান মিশনারিকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারা হলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। তাঁরা ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করেছিলেন।
শিক্ষা বিস্তারে অবদান ঃ শ্রীরামপুর মিশনারিরা ছাপাখানা প্রতিষ্ঠা, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করেছিলেন। তাঁরা ২৬ টি আঞ্চলিক ভাষায় বাইবেল প্রকাশ করেছিলেন। এছাড়া তাঁরা বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
(i) ছাপাখানা প্রতিষ্ঠা ঃ ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনারিরা একটি ছাপাখানা স্থাপন করেছিলেন।
(ii) পুস্তক ও পত্রিকা প্রকাশ ঃ শ্রীরামপুর ত্রয়ীরা নিজেদের উদ্যোগে 'বাংলা ব্যাকরণ', 'অভিধান', 'ইতিহাসমালা' -সহ নানা ধরণের পুস্তক প্রকাশ করেছিলেন। তাঁরা 'দিগদর্শন' ও 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করেছিলেন।
(iii) স্কুল-কলেজ প্রতিষ্ঠা ঃ শ্রীরামপুর মিশনারিরা শ্রীরামপুরে একটি বিদ্যালয় ও শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁদের প্রচেষ্টায় ১২৬ টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
মূল্যায়ন ঃ ভারতে আধুনিক শিক্ষা তথা ছাপাখানা পত্রিকা প্রকাশের ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন ঃ