স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ আলোচনা করো

স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ -

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ ছিলেন নবভারতের রূপকার ও আত্মবিশ্বাসের মূর্ত পতীক। তিনি অধ্যাত্মচেতনা ও দেশপ্রেমকে সমন্বিত করেছিলেন। তিনি পরাধীন ভারতের মানুষকে দেবদেবীকে বাদ দিয়ে ভারতমাতাকে আরাধ্যা দেব দেবীরূপে গ্রহণ করতে বলেছিলেন। তাঁর ধর্ম ছিল "ম্যান মেকিং রিলিজিয়ান" (Man Making Religion) বা মানুষ তৈরির ধর্ম। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল বর্তমান ভারত, জ্ঞানযোগ, রাজযোগ, পরিব্রাজক প্রভৃতি। নিন্মে স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ আলোচনা করা হল -

কুসংস্কার ও অনাচারের বিরোধিতা ঃ স্বামী বিবেকানন্দ জাতিভেদ প্রথা, ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, অশিক্ষা, অসাম্য ইত্যাদির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে বলেছিলেন। তিনি বলতেন, কুসংস্কারহীন সমাজই নতুন দেশ গঠনে সহায়তা করবে। স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে নবভারত গঠন করার স্বপ্ন দেখেছিলেন। 

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ঃ স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণের শিষ্যমন্ডলী এই মিশনে কেবল ধর্মচর্চাই করতেন না, তাঁরা দরিদ্রদের সেবায় নিজেদের উৎসর্গ করেছিলেন।

সমন্বয়ের আদর্শ ঃ স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্য, প্রাচীন ও আধুনিক মতাদর্শ, ধনী ও দরিদ্র সবার সহযোগিতায় একটি নতুন ভারত গঠন করতে চেয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে, দেশের প্রকৃত শক্তি হলো দেশের শ্রমজীবী মানুষ।

জাতীয়তাবাদের অগ্রদূত ঃ স্বামীজি প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ না করলেও তিনি স্বাধীনতার একজন উগ্র সমর্থক ছিলেন। তাঁর রচিত জ্ঞানযোগ, রাজযোগ, বর্তমান ভারত, পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ এবং পত্রাবলী ভারতীয় বিপ্লবীদের জাতীয়তাবাদী আদর্শের একমাত্র উৎস ছিল। স্বামীজী পরাধীনতার বন্ধন ছিন্ন করতে দেশের যুবসমাজকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বেদান্তের নতুন ব্যাখ্যা দিয়েছিলেন এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে ভারতবাসীকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে তুলতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি লক্ষ করে তিনি বলেছিলেন, What India need today is bomb.

মূল্যায়ন ঃ স্বামী বিবেকানন্দ দেশের মুক্তির জন্য যুবকদের উপর বিশেষভাবে নির্ভর করেছিলেন। অধ্যাপক আর জি প্রধান তাঁকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post