ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কি ছিল

ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা -

উনিশ শতকের শুরুতে কলকাতায় একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যার নাম ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 

প্রতিষ্ঠার উদ্দেশ্য ঃ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতে আগত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ভারতীয় ভাষা ও রীতিনীতি সম্পর্কে শিক্ষা দান করা।

আধুনিক শিক্ষায় অবদান ঃ ভারতে আধুনিক শিক্ষা প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। যেমন -

     (i) ভাষা ও সাহিত্যের উন্নয়ন ঃ ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকগণ ভারতীয় সাহিত্য রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। এই কলেজের একটি প্রকাশনা বিভাগ ছিল। সংস্কৃত, আরবি, ফারসি, বাংলা, হিন্দি, উড়িয়া, উর্দু ভাষায় বহু গ্রন্থ রচিত এবং ইংরেজিতে অনুবাদ হয়েছিল।

     (ii) পুস্তক মুদ্রণ ঃ ফোর্ট উইলিয়াম কলেজের জন্য অনেক বই ছাপানো হয়েছিল। ফলে বাংলা ভাষা ও সাহিত্যের মানোন্নয়ন ঘটেছিল।

     (iii) প্রাচ্যবিদ্যাচর্চায় অবদান ঃ ফোর্ট উইলিয়াম কলেজের উদ্যোগে প্রাচ্যবিদ্যাচর্চার বিকাশ ঘটেছিল। এই কলেজ এশিয়াটিক সোসাইটি পুনর্গঠনেও অর্থ প্রদান করেছিল।

মূল্যায়ন ঃ ফোর্ট উইলিয়াম কলেজ ব্রিটিশ শাসনের সুবিধার্থে যে উদ্যোগ নিয়েছিল এবং অল্প অস্তিত্বকালে যে কাজ করেছিল, তা আধুনিক শিক্ষার ভিত্তি প্রতিষ্ঠা করেছিল।


আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post