ভারতে ব্রিটিশ সরকারের অরণ্যের ওপর আধিপত্য প্রতিষ্ঠার পদক্ষেপ -
ভারত ছিল ব্রিটিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ উপনিবেশ। ব্রিটিশ সরকার ভারতীয় উপনিবেশের অরণ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধাপে অরণ্য সনদ ও ভারতীয় অরণ্য আইন পাস করে। নিম্নে ভারতে ব্রিটিশ সরকারের অরণ্যের ওপর আধিপত্য প্রতিষ্ঠার পদক্ষেপগুলি আলোচনা করা হল-
অরণ্য সনদ (১৮৫৫ খ্রিস্টাব্দ) ঃ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ১৮৫৫ খ্রিস্টাব্দে অরণ্য সনদ জারি করে। এরফলে ভারতের অরণ্যের উপর সরকারের নিয়ন্ত্রণ আরোপিত হয় এবং অরণ্যের মূল্যবান কাঠ যেমন - সাল, সেগুন প্রভৃতি সরকারের সম্পত্তি হিসাবে পরিগণিত হয়।
বন বিভাগ প্রতিষ্ঠা (১৮৬৪ খ্রিস্টাব্দে) ঃ ১৮৬৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর বিরিতিস সরকার দ্বারা বন বিভাগ গঠন করা হয়। ডেইট্রিক ব্রানডিস নামক একজন জার্মানকে এই বিভাগের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। ব্রানডিসের অধীনে এবং সহকারী হিসেবে ক্লেসোরার সহায়তায় ভারতে প্রথম বিজ্ঞানসম্মত বন ব্যবস্থাপনার সূচনা ঘটে।
ভারতীয় অরণ্য আইন (১৮৬৫ খ্রিস্টাব্দ) ঃ ব্রিটিশ সরকার ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস করে। এর মাধ্যমে -
(i) ভারতের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব হয়।
(ii) ভারতের অরণ্যকে সংরক্ষণের আওতায় আনা হয় এবং ব্রিটিশ সরকারের অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়।
(iii) অরণ্যঘেরা সমস্ত ভূমি এই আইনের মাধ্যমে সরকারি সম্পত্তিতে পরিণত হয়।
অরণ্য আইন (১৮৭৮ খ্রিস্টাব্দ) ঃ ব্রিটিশ সরকার ১৮৭৮ খ্রিস্টাব্দের দ্বিতীয় অরণ্য আইন পাস করলে অরণ্যের উপর তাদের অধিকার আরও সুদৃঢ় হয়।
মূল্যায়ন ঃ ব্রিটিশ সরকারের অরণ্য আইনের ফলে ভারতের অরণ্যবাসী সম্প্রদায় অরণ্যের উপর তাদের চিরাচরিত অধিকার হারায়। ফলে তারা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। এরফলে বিভিন্ন উপজাতি বিদ্রোহ দেখা যায়।
আরও পড়ুন ঃ