বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা / বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণার পার্থক্য -
রাজনৈতিক ইতিহাসে আন্দোলনের বিভিন্ন পরিভাষারূপে বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব প্রভৃতি শব্দ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলির মাধ্যমে শোষক ও অত্যাচারীদের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। আপাত দৃষ্টিতে এই শব্দগুলির অর্থ কাছাকাছি হলেও এর মধ্যে কিছু পার্থক্য আছে। নিম্নে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করা হল -
বিদ্রোহ ঃ ইংরেজিতে (Revolt) বা বিদ্রোহ বলতে যা বোঝায় তার বিভিন্ন দিক রয়েছে। বিদ্রোহ কথাটি 'বি' (বিশিষ্ট রূপে) এবং 'দ্রোহ' (হিংসা করা) থেকে এসেছে। প্রচলিত প্রথা, রীতিনীতি, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মতবাদ ও আদর্শের দ্বারা পরিচালিত হয়ে মানুষ জোটবদ্ধ ভাবে সংগ্রাম করে, কিন্তু শাসকের দ্বারা পরাজিত হয়। তখন মানুষের এই ব্যর্থ প্রচেষ্টাকে 'বিদ্রোহ' বলে। যেমন - সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ প্রভৃতি।
অভ্যুত্থান ঃ অভ্যুত্থান বা Uprising বলতে বোঝায় সেই জাতীয় বিদ্রোহকে, যখন ওই বিদ্রোহের পিছনে ব্যাপক জনসমর্থন থাকে। স্বতঃস্ফূর্ত এই বিদ্রোহ আঞ্চলিক বা গোষ্ঠীগত হতে পারে। এটি সফল বা ব্যর্থও হতে পারে। যেমন - ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীর বা ভারতীয় সিপাহীদের সরকারবিরোধী বিদ্রোহকে অভ্যুত্থান বলা যেতে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে ১৯৪৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবাহিনীর ভারতীয় সৈন্যরা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা ইতিহাসে নৌবিদ্রোহ নামে পরিচিত হলেও সেটি এক ধরনের অভ্যুত্থান ছিল।
বিপ্লব ঃ বিপ্লব বা Revolution কথাটি এসেছে 'বি' এবং 'প্লব' থেকে। 'বি' কথার অর্থ বিশেষ এবং 'প্লব' কথার অর্থ লাফ দেওয়া। বিপ্লব বলতে বোঝায় এমন কোন ঘটনা বা বিদ্রোহ যার ফলে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হয়। যেমন - ইউরোপের শিল্পবিপ্লব। রাজনৈতিক বিপ্লব প্রসঙ্গে বলা যেতে পারে যে, যখন রাষ্ট্রীয় ব্যবস্থায় সার্বভৌমত্বের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে, তখন তাকে রাজনৈতিক বিপ্লব বলে। ইতিহাসে রাজনৈতিক বিপ্লবের প্রকৃষ্ট উদাহরণ হল ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। অন্যদিকে ভারতের ইতিহাসে সশস্ত্র সংগ্রামীদের বিপ্লবী কার্যাবলীগুলিকেও বিপ্লব বলে অভিহিত করা হয়ে থাকে।
মূল্যায়ন ঃ উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, বিদ্রোহ, অভ্যুত্থান বা বিপ্লব - এই সবকটি হলো প্রচলিত বা প্রবর্তিত কোন ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের জাগরণ অথবা পুরনো রীতিনীতির সম্মুখে নতুনের উদ্ভবের প্রচেষ্টা।