হান্টার কমিশনের উদ্দেশ্য ও সুপারিশ গুলি লেখ

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "হান্টার কমিশনের উদ্দেশ্য ও সুপারিশ গুলি লেখ" / "প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ গুলি লেখ" - এই প্রশ্নটি।

হান্টার কমিশনের উদ্দেশ্য ও সুপারিশ -

১৮৮২ খ্রিস্টাব্দে বড়োলাট লর্ড রিপন শিক্ষাবিদ স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। যা হান্টার কমিশন নামে পরিচিত। এই কমিশন ভারতে শিক্ষা বিস্তারের জন্য কিছু সুপারিশ পেশ করেছিল। 

হান্টার কমিশনের উদ্দেশ্য ঃ হান্টার কমিশন গঠনের উদ্দেশ্য গুলি হল - 

     (i) স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখা এবং 

     (ii) পরবর্তী পর্যায়ে শিক্ষা বিস্তার সম্পর্কে সুপারিশ করা প্রভৃতি। 

হান্টার কমিশনের সুপারিশ ঃ স্যার উইলিয়াম হান্টার সারা দেশে অনুসন্ধান করে প্রচুর তথ্য সংগ্রহের পর ১৮৮৩ খ্রিস্টাব্দে তার সুচিন্তিত সুপারিশ পেশ করেন। হান্টার কমিশনের সুপারিশ গুলি ছিল নিম্নরূপ -

     (i) প্রাথমিক শিক্ষার দায়িত্ব জেলাবোর্ড ও পৌরসভা গুলির হাতে অর্পণ করা।

     (ii) সরকারি সাহায্যে প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা। 

     (iii) মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা।

     (iv) শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের অবসান ঘটানো এবং বিদ্যালয় পরিচালনার ভার বেসরকারি সংস্থার হাতে অর্পণ করা।

     (v) বেসরকারি বিদ্যালয়গুলির অবস্থার উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা।

     (vi) নারীশিক্ষার প্রতি উৎসাহ প্রদান করা।

     (vii) মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি।

হান্টার কমিশনের সুপারিশের ফলাফল ঃ হান্টার কমিশনের সুপারিশ অনুসারে বড়লাট লর্ড রিপন প্রাথমিক শিক্ষার দায়িত্ব পৌরসভা ও স্থানীয় বোর্ডের হাতে ছেড়ে দেন। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপনে বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে ১৮৮৩ খ্রিস্টাব্দে থেকে ১৯০২ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় পাশ্চাত্য শিক্ষার প্রভুত উন্নতি ঘটেছিল।

Post a Comment

Previous Post Next Post