ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল

ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল -

ঔপনিবেশিক অরণ্য আইন বলতে বোঝায় ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেওয়ার পর চালু হওয়া অরণ্য আইনগুলিকে। এক্ষেত্রে দুটি আইনের কথা সর্বাধিক উল্লেখযোগ্য। যথা - ১৮৬৫ খ্রিস্টাব্দের অরণ্য আইন এবং ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইন। ব্রিটিশ সরকারের এই অরণ্যনীতি গ্রামীণ জনগোষ্ঠীর মানুষজনকে বিশেষত আদিবাসী সম্প্রদায়গুলির উপর দারুণ প্রভাব ফেলেছিল। যেমন - 

বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ণ ঃ ব্রিটিশ সরকারের অরণ্যনীতির ফলে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল। এই নীতি অরণ্য অঞ্চলের প্রান্তিক গোষ্ঠীকেও ক্ষতিগ্রস্ত করেছিল।

দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত ঃ অরণ্য অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠী প্রথাগতভাবে অরণ্যের গাছ নানা দৈনন্দিন কাজে ব্যবহার করত। কিন্তু ঔপনিবেশিক সরকারের আইন অনুযায়ী এই জাতীয় কার্যকলাপ অপরাধ হিসাবে বিবেচিত হয়।

শিকার ও পশুচারণে ব্যাঘাত ঃ অরণ্য আইন প্রবর্তনের ফলে অরণ্যবাসীর শিকার ও পশুচারণে ব্যাঘাত ঘটেছিল। কারণ, এই আইনের মাধ্যমে অরণ্য অরণ্য অধ্যুষিত অঞ্চলগুলিকে সংরক্ষিত এলাকা এবং এই অঞ্চলে প্রবেশ করাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়।

চাষবাসের ক্ষতি ঃ অরণ্য অঞ্চলের লোকেদের মধ্যে প্রচলিত বিশেষ ধরণের চাষ যেমন - ঝুম, রেওয়াং ইত্যাদি বন্ধ হয়ে যায়।

মূল্যায়ন ঃ অরণ্য আইনগুলির দ্বারা অরণ্যে বসবাসকারী অধিবাসীদের স্বাধীন জীবনযাপনে ব্যাঘাত ঘটে। ঔপনিবেশিক অরণ্য আইনগুলির বিরুদ্ধে প্রতিক্রিয়ারূপে আদিবাসীরা একাধিক বিদ্রোহ ও অভ্যুত্থান ঘটায়।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post