কলকাতা মেডিক্যাল কলেজ -
কলকাতা মেডিক্যাল কলেজ হল ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার প্রথম প্রতিষ্ঠান। এটি ভারত তথা এশিয়ার প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যার কলেজ।
কমিটি গঠন ও সুপারিশ ঃ ভারতের তৎকালীন বড়োলাট লর্ড উইলিয়াম বেন্টিংক বাংলার চিকিৎসাবিদ্যা বিষয়ে চার্লস গ্রান্টের সভাপতিত্বে ১৮৩৩ খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটি ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা প্রদানের সুপারিশ করেছিলেন।
কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ঃ কমিটির সুপারিশের ভিত্তিতে লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮৩৫ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন ডা.এম জে ব্রামলি। পরে ১৮৩৮ খ্রিস্টাব্দে এই কলেজের সঙ্গে হাসপাতাল যুক্ত হয়েছিল। এই কলেজ প্রতিষ্ঠায় জমিদান করেছিলেন মতিলাল শীল।
প্রতিষ্ঠার উদ্দেশ্য ঃ কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল -
(i) ভারতের ছাত্রছাত্রীদের আধুনিক চিকিৎসাবিদ্যার দক্ষ করে তোলা।
(ii) দেশের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের জোগান দেওয়া প্রভৃতি।
পঠনপাঠন ঃ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভরতি প্রক্রিয়া সম্পন্ন হত। এই কলেজে শিক্ষার্থীদের ৪ থেকে ৬ বছর পড়াশোনা করতে হত। এরপর তাঁদের ডিগ্রি দেওয়া হত।
মূল্যায়ন ঃ কলকাতা মেডিক্যাল কলেজ ছাত্র এবং চিকিৎসক -শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় চিকিৎসাশিক্ষা ও গবেষণার প্রধান কেন্দ্রে পরিণত হয়। কলকাতা মেডিক্যাল কলেজ সমগ্র ভারতবর্ষের চিকিৎসাশিক্ষার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন ঃ