শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে আলোচনা করো

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব -

কলকাতার দক্ষিণেশ্বরের দেবী ভবতারিণীর পূজারী ছিলেন গদাধর চট্টোপাধ্যায়। যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে পরিচিত। উনিশ শতকের আধুনিক ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের যুগপুরুষ নামে তিনি সুপরিচিত।

শ্রী রামকৃষ্ণের আদর্শ -

যত মত তত পথ ঃ শ্রীরামকৃষ্ণের মতে বৈষ্ণব, শাক্ত, ইসলাম, খ্রিস্ট সমস্ত পথেই ঈশ্বরকে লাভ করা সম্ভব। যত মত তত পথ - শুধুমাত্র আন্তরিকতাকে অবলম্বন করেই ঈশ্বর লাভ সম্ভব বলে তিনি মনে করতেন। 

মানব সেবার আদর্শ ঃ তিনি বলেছিলেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। এই আদর্শ তিনি তুলে ধরেছিলেন জগতের সকল মানুষের কাছে। তাঁর আদর্শের মূল কথা ছিল জীবজগতের কল্যাণ সাধন।

ধর্মের সহজ ব্যাখ্যা ঃ তিনি ইসলাম, খ্রিস্ট, হিন্দু সমস্ত ধর্মেই সিদ্ধি লাভ করেছিলেন। তাই তিনি সমস্ত ধর্মের মানুষকেই ঈশ্বর দর্শন-এর জন্য ধর্মের সহজ পথ দেখিয়ে দেখাতে পেরেছিলেন। 

নারী মুক্তির আদর্শ ঃ নারী ছিল তাঁর কাছে জগন্মাতার প্রতিমূর্তি। নারীর দুর্দশা মোচন ও সমাজে নারীর নেতৃত্বকে তিনি স্বীকৃতি জানিয়েছিলেন।

মূল্যায়ন ঃ শুধুমাত্র ধর্মীয় শিক্ষক হিসেবেই নয়, একজন লোকশিক্ষক হিসেবেও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অবদান রয়েছে। তাঁরই কথাকে কাজে পরিণত করেছিলেন তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ। উনিশ শতকে বাংলা তথা ভারতের নৈতিক পুনরুত্থানে শ্রীরামকৃষ্ণের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post