প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো" / "ইতিহাসচর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব" -এই প্রশ্নটি।
আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব -
আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৭২ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিম্নে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে 'বঙ্গদর্শন' পত্রিকার গুরুত্ব আলোচনা করা হল -
সমকালীন ভারতের তথ্য প্রকাশ ঃ প্রকাশের পর থেকে 'বঙ্গদর্শন' পত্রিকা তৎকালীন ভারতের সমাজ, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সকল বিষয়েরই গুরুত্বপূর্ণ তথ্য গুলি তুলে ধরেছে। বাংলা তথা ভারতের কৃষকদের স্বার্থ সংরক্ষণের কথাও বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেছে। এছাড়া ব্রিটিশদের শাসন ও শোষণ সম্পর্কে বিভিন্ন তথ্য এই পত্রিকা প্রকাশ করত।
বাঙালি জাতির স্বদেশ চেতনা ঃ বাঙালি জাতির মধ্যে স্বদেশ ভাবনা জাগিয়ে তুলতে বঙ্গদর্শন পত্রিকার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই পত্রিকাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দেমাতরম' সংগীতটি প্রথম প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে বাঙালি তথা ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।
সাম্যবাদের প্রসার ঃ বঙ্গদর্শন পত্রিকায় সাম্য সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। যার ফলে বাঙালিদের মধ্যে সাম্যবাদ তথা সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার ঘটেছিল এবং সামাজিক ভেদাভেদ দূর হয়েছিল।
বাঙালি সমাজের মেলবন্ধন ঃ সমকালীন বাঙালি জাতির উচ্চশিক্ষিত সম্প্রদায়ের চিন্তাভাবনা তুলে ধরে এই পত্রিকা অসংখ্য পাঠক ও শ্রোতাদের সঙ্গে সমাজের উচ্চশিক্ষিত ও সাধারণ বাঙালির ভাবধারার মেকবন্ধন ঘটাতে সক্ষম হয়েছিল।
মূল্যায়ন ঃ ঔপনিবেশিক ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা তুলে ধরার ক্ষেত্রে 'বঙ্গদর্শন' ছিল অতি জনপ্রিয় একটি পত্রিকা। এই পত্রিকা বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবোধ সম্পর্কে উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছিল। বাঙালিদের মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার ঘটিয়ে নতুন সমাজ গঠনের পক্ষে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব অপরিসীম।