ইতিহাসের উপাদান হিসাবে নৃত্যের গুরুত্ব আলোচনা করো

ইতিহাসের উপাদান হিসাবে নৃত্যের গুরুত্ব -

শিল্পকলার বিভিন্ন ধারার মধ্যে অন্যতম একটি ধারা হল নাচ বা নৃত্য। মানব সমাজের বিভিন্ন সময়ের সংস্কৃতি ও কৃষ্টির পরিচয় বহনে নৃত্যের ভূমিকা রয়েছে। সময়ের সাথে সাথে নৃত্যশিল্পের বিবর্তনের ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ইতিহাসের উপাদন হিসাবে নৃত্যের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। নিন্মে নৃত্যের গুরুত্ব আলোচনা করা হল -

সামাজিক মনোভাবের প্রতিফলন ঃ নৃত্যশিল্পের মধ্যে দিয়ে সামাজিক মনোভাবের পরিচয় পাওয়া যায়। প্রাচীন কালের ভারতবর্ষের নৃত্যের ইতিহাস পর্যবেক্ষণ করলে বোঝা যাবে, সেই সময় নৃত্যের প্রতি সমাজের বিরুপ মনোভাব প্রকাশ পেয়েছিল। প্রাচীনযুগের নৃত্যগুলির মধ্যে দৃষ্টান্ত ছিল মন্দিরে দেবতার মূর্তির সামনে দেবদাসী নৃত্য।

নৃত্যশিল্পের বিবর্তন ঃ ঔপনিবেশিক ভারতবর্ষে এবং স্বাধীনতার পরে ভারতে নৃত্যশিল্পের যেমন বিবর্তন ঘটেছে তেমনই নৃত্যশিল্পের প্রতি সমাজেরও মনোভাব পাল্টেছে। 

নারীর স্বতন্ত্র ভূমিকা ঃ নৃত্যশিল্পের ইতিহাস চর্চার মাধ্যমে নারীর সামাজিক অবস্থার কালানুক্রমিক বিবর্তনের চিত্রও ফুটে ওঠে। ঊনবিংশ এবং বিংশ শতকের সাধারণ মধ্যবিত্ত পরিবারের অনেক মহিলারা নৃত্যশিল্পের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং অনেকেই পেশা হিসাবে নৃত্যকে বেছে নিয়েছিলেন। সমাজে নারীর অবস্থানের পরিবর্তন শিল্প চর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

মূল্যায়ন ঃ শিল্পকলার অন্যান্য ধারা গুলির মতোই নৃত্যকলা ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার উদাহরণ আমরা সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছি কুচিপুড়ি, কত্থক, কথাকলি, মণিপুরি ইত্যাদির মধ্যে দিয়ে।

Post a Comment

Previous Post Next Post