নতুন সামাজিক ইতিহাস কোন অর্থে 'মানুষের ইতিহাসে মানুষের পুনরাগমন'

মানুষের ইতিহাসে মানুষের পুনরাগমন -

একটা সময়ে ইতিহাস বলতে বোঝাত রাজা-মহারাজাদের জীবনকাহিনী। কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণা পাল্টে যায়। সমাজের উঁচুতলার মানুষের পরিবর্তে সমাজের নিচুতলার মানুষের কথা ও কাহিনী ইতিহাসের পাতায় স্থান পেতে থাকে। বর্তমানে ইতিহাস চর্চার বিষয় হল মানুষের প্রাথমিক প্রয়োজনীয় খাদ্য-বস্ত্র-বাসস্থান থেকে শুরু করে বিনোদন ও রাজনীতি সবকিছুই। তাই বলা যায় নতুন সামাজিক ইতিহাস মানুষের ইতিহাসে মানুষের পুনরাগমন রূপে প্রতিভাত হয়েছে। 

     ১৯৬০ -এর দশক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে গতানুগতিক ইতিহাস চর্চার পরিবর্তন ঘটতে থাকে এবং শুরু হয় সামাজিক ইতিহাসচর্চা। যার বিষয়বস্তু হয়ে ওঠে অতীতের সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক কাঠামোর বিশ্লেষণ ও পরিবর্তন প্রক্রিয়ার ব্যাখ্যা।

  • নতুন সামাজিক ইতিহাস চর্চায় নৃতত্ত্ব, সমাজবিদ্যা, নারীদের অবস্থা, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, নাচ-গান, অন্যান্য বিনোদন বিষয় প্রভৃতি স্থান  পায়।
  • নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হিসাবে সমাজের নিচুতলার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবকিছুই উঠে এসেছে। বর্তমানে ভারতেও এই ধরণের ইতিহাস চর্চা শুরু হয়েছে। শ্রমিক, কৃষক, শহরের দরিদ্র মানুষ, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা ও তাদের কার্যকলাপ এই ধরণের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হয়েছে। এই ধরণের নিন্মবর্গের মানুষদের ইতিহাস চর্চার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন অধ্যাপক রণজিৎ গুহ, গৌতম ভদ্র প্রমুখ। নতুন সামাজিক ইতিহাসে উপেক্ষিত, চিরকালের অবহেলিত সামাজিক শ্রেণিগুলি ইতিহাসের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে।
  • নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে অতি সাধারণ নথিপত্র ব্যবহার করা হয়ে থাকে। এই ইতিহাস চর্চার উপাদান হিসাবে পারিবারিক ফটো, ব্যক্তিগত ডায়েরি, অ্যালবাম, লোকমুখে প্রচলিত কাহিনী প্রভৃতি গুরুত্বপূর্ণ।
  • নতুন সামাজিক ইতিহাস দেশ বা সময়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। নতুন সামাজিক ইতিহাস দেশ-কালের গণ্ডি ছাড়িয়ে আর্থসামাজিক পটভূমি, মানুষের চলমানতার প্রতিচ্ছবি, জনসংখ্যাতত্ত্ব ও মানসিক প্রবণতা ফুটিয়ে তোলে।

মূল্যায়ন ঃ নতুন সামাজিক ইতিহাস মানুষের ইতিহাস। এই ইতিহাসে রাজা-মহারাজাদের পাশাপাশি সাধারণ দরিদ্র মানুষদের কথা উঠে এসেছে, অর্থাৎ সমাজের সকল শ্রেণির মানুষের কাহিনী এই ইতিহাসে স্থান পেয়েছে। তাই বলা যায় নতুন সামাজিক ইতিহাস, 'মানুষের ইতিহাসে মানুষের পুনরাগমন'।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post