নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা কি ছিল

নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা -

১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জনুয়ারি থেকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন ঔপনিবেশিক শোষণ ও তার বিরুদ্ধে নীলচাষীদের বিদ্রোহের বিবরণ তুলে ধরা হতো। নিন্মে নীল বিদ্রোহ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা আলোচনা কর হল - 

নীলকরদের অত্যাচার ও নীল চাষীদের বিদ্রোহ ঃ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে বস্ত্র শিল্পের উন্নতি ঘটে। এরকম অবস্থায় কাপড় রং করার রঞ্জক হিসেবে নীলের চাহিদা দারুণভাবে বৃদ্ধি পায়। ফলে বাংলার নীলকর সাহেবরা কৃষকদের দিয়ে নীল চাষ করাতে বাধ্য করত। নীল চাষে অনিচ্ছুক কৃষকদের অকথ্য অত্যাচার সহ্য করতে হতো। এই ঘটনার প্রতিবাদে ১৮৬০ খ্রিস্টাব্দে বাংলার বিভিন্ন স্থানের নীলচাষিরা আন্দোলন শুরু করে। নীল বিদ্রোহের কাহিনী হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নির্ভীকভাবে প্রকাশিত হতে থাকে।

নীল চাষীদের সাহায্য দান ঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় ১৮৬০ খ্রিস্টাব্দের এপ্রিল থেকে এই পত্রিকায় Indigo Districts বা নীল জেলা নামে একটি নতুন বিভাগ খোলা হয়। এখানে দরিদ্র নীল চাষীদের উপর ইউরোপীয় নীলকর সাহেবদের অত্যাচারের কথা কাহিনী সাহসের সঙ্গে তুলে ধরা হত। দরিদ্র চাষীদের আইনি ও আর্থিক সাহায্য দান, চিঠিপত্র লেখা প্রভৃতি কল্যাণমূলক কাজে পত্রিকার সম্পাদক এগিয়ে আসেন। বিশিষ্ট সাংবাদিক শিশির কুমার ঘোষ বিভিন্ন এলাকায় ঘুরে চাষীদের অবস্থা স্বচক্ষে দেখে তার বিবরণ পাঠাতেন এবং এই পত্রিকায় তা ছাপা হয়ত। ফলে চাষীদের বিদ্রোহের মাত্রা বৃদ্ধি পেয়েছিল।

Post a Comment

Previous Post Next Post