পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো

পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার গুরুত্ব -

শিল্পকলা, খেলাধুলা, খাদ্যাভ্যাস যেমন মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে তেমনই পোশাক-পরিচ্ছদও মানুষের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। সূচনাকাল থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সংগতি বজায় রেখে পোশাক-পরিচ্ছদও পরিবর্তন হয়েছে। সেজন্য আধুনিক ইতিহাসে মানুষের পোশাক-পরিচ্ছদের ইতিহাসও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিন্মে পোশাক-পরিচ্ছদের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হল -

আর্থিক অবস্থার ধারণা ঃ প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত রাজা-মহারাজা ও সাধারণ মানুষের পোশাকের যে তফাত তা থেকে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়।

ভৌগলিক অবস্থানের ধারণা ঃ কোন অঞ্চলের মানুষের পোশাক দেখে সেই অঞ্চলের ভৌগলিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করা যেতে পারে। যেমন শীতপ্রধান দেশে মানুষ ভারী ও মোটা ধরণের পোশাক পড়েন কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে মানুষ তা পড়তে পারে না। কারণ গরমের জন্য এই অঞ্চলের মানুষ হালকা ধরণের পোশাক পরিধান করে। 

রাজনৈতিক অবস্থার ধারণা ঃ কোন দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি এবং ঔপনিবেশিকতা-বিরোধী রাজনৈতিক অবস্থার কথা পোশাক-পরিচ্ছদের ইতিহাস থেকে জানা যেতে পারে। যেমন - স্বাধীনতা আন্দোলনের সময়ে ভারতে মহাত্মা গান্ধী সকলকে খাদি পোশাক পরিধান করার কথা বলেছিলেন। তার অনুগামীরা এই সময় গান্ধী টুপি ব্যবহার করত।

সামাজিক অবস্থার ধারণা ঃ কোন অঞ্চলের নারী ও পুরুষের পোশাক-পরিচ্ছদের মাধ্যমে সেই সমাজের রক্ষণশীলতা, লিঙ্গবৈষম্য, সমাজে নারীর স্বাধীনতা ইত্যাদি সম্পর্কে বিশেষ ধারণা লাভ করা যায়। 

পৃথক সমাজের প্রভাব ঃ কোন সমাজের ওপর অন্য কোন সভ্যতা বা সংস্কৃতির পোশাকের প্রভাব পড়েছে কি না তা পোশাক-পরিচ্ছদের ইতিহাস থেকে জানা যায়। উদাহরণ স্বরূপ বলা যায়, ব্রিটিশ আমলে যেসব ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ লোক ধুতি, পাঞ্জাবি ছেড়ে কোর্ট, প্যান্ট পড়া ধরেছিলেন।

মূল্যায়ন ঃ পোশাক-পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে কোন অঞ্চলের মানুষের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার কথা জানা যায়, যা আধুনিক ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post