প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব লেখ" -এই প্রশ্নটি ।
আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হল যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। এর মাধ্যমে মানবসভ্যতার উন্নতির ক্রমবিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। নিন্মে আধুনিক ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব আলোচনা করা হল -
দেশের অর্থনীতির ধারণা ঃ যানবাহন ও যোগাযোগের ইতিহাস থেকে কোন দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সম্পর্কে জানা যায়। প্রকৃতপক্ষে উন্নত যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা মানবসমাজের উন্নতির পরিচয় বহন করে।
প্রযুক্তি সম্পর্কে ধারণা ঃ অতি প্রাচীন কাল থেকে পশুচালিত যানবাহন থেকে শুরু করে আধুনিক কালের যন্ত্রচালিত যানবাহনের বিবর্তন এবং টেলিগ্রাফ, টেলিফোন, ইন্টারনেট প্রভৃতির উদ্ভাবন যানবাহন ও যোগাযোগের উন্নয়নের ধারাবাহিকতা এবং প্রযুক্তির উন্নতির পরিচয় বহন করে।
জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঃ যানবাহন ও যোগাযোগের ইতিহাসচর্চা জাতীয়তাবাদী চেতনা বিকাশেও সাহায্য করে। যোগাযোগ ব্যবস্থার প্রসার মানুষের জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধির সহায়ক। এ প্রসঙ্গে বলা যায়, ভারতে রেলপথের প্রবর্তন ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঃ যোগাযোগ ব্যবস্থার বিস্তারের ফলে দেশের এক প্রান্তের সমাজ ও সংস্কৃতির সঙ্গে অন্য প্রান্তের সমাজ ও সংস্কৃতির পরিচয় ঘটে এবং ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন মানুষের মধ্যে পারস্পারিক ঐক্যবোধ গড়ে তুলতে সাহায্য করে।
আরও পড়ুন ঃ