আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব লেখ

আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব / আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্ত রূপে নারী ইতিহাসের গুরুত্ব -

অন্যান্য সামাজিক ইতিহাসের মতো নারী ইতিহাস চর্চার বিষয়টিও সাম্প্রতিককালে ইতিহাসের উপাদান হিসাবে প্রাধান্য লাভ করেছে। প্রারম্ভিক পর্যায়ে নারী ইতিহাসচর্চার লক্ষ্য ছিল ইতিহাসে নারীর স্থান ও মর্যাদাকে যথোপযুক্ত জায়গায় প্রতিষ্ঠা করা। আধুনিক ভারতে নারী সমাজের ইতিহাস বলতে নারীদের কার্যকলাপ, সামাজিক মর্যাদা তথা অবস্থান সম্পর্কিত বিবর্তনকে বোঝায়। নারীর ক্ষমতায়নের বিষয়টি নারী ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। 

ভারতে নারীসমাজের অবস্থার পরিবর্তন ঃ ভারতপথিক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা উচ্ছেদের মধ্যে দিয়ে নারী সমাজের যে প্রগতির সূচনা হয়েছিল, তা ক্রমশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, জ্যোতিরাও ফুলে প্রমুখের মহতী কর্মধারায় আন্দোলনের রূপ নিয়েছিল। স্বাধীন ভারতে নারীর ভোটাধিকার, রাজনৈতিক অধিকার তথা নারীদের সমানাধিকার বিষয়ে প্রভূত অগ্রগতি ঘটেছে। তাছাড়া স্বাধীন ভারতে নারী সুরক্ষার জন্য বিভিন্ন ধরণের আইনকানুন পাশ হয়েছে।

নারীসমাজের ইতিহাস চর্চার বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ ঃ নারীসমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকটি গ্রন্থ হল - জেরাল্ডিন ফোর্বস রচিত উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, মালবিকা কার্লেকর রচিত ভয়েসেস ফ্রম উইদিন, চিত্রা ঘোষ রচিত বাংলার রাজনীতি ও নারী আন্দোলন প্রভৃতি।

নারী ইতিহাসের গুরুত্ব ঃ আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে নারী ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন - 

  • নারী সম্পর্কিত যে বিষয়গুলি উপেক্ষিত ছিল তা এখন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এপ্রসঙ্গে উল্লেখযোগ্য হল পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ, বধূহত্যা, নারী নির্যাতন, শিশুর ওপর নিপীড়ন -সহ অন্যান্য অত্যাচার।
  • নারী ইতিহাস নারীর ক্ষমতায়ন ও দক্ষতার ওপর আলোকপাত করে।
  • লিঙ্গবৈষম্য,  পারিবারিক সম্পর্ক, সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে আধুনিক নারী ইতিহাস।
  • প্রাচীনকাল থেকে নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।

মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, নারী ইতিহাস চর্চার মাধ্যমে প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত নারীদের বিবর্তন, তাদের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। নারীদের জীবনের বিভিন্ন ঘটনার ওপর আলোকপাত করায় নারী ইতিহাস জনপ্রিয় হয়ে উঠেছে।

Post a Comment

Previous Post Next Post