আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব -
আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৬০ -এর দশকে এক আন্দোলন শুরু হয়েছিল।
এরপর থেকেই পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব বাড়তে থাকে। ১৯৭০ -এর দশক থেকে ভারতবর্ষে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব বাড়তে থাকে। নিন্মে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব আলোচনা করা হল -
অতীত থেকে শিক্ষা লাভ ঃ যেহেতু ইতিহাস আমাদের অতীতের কথা বলে সেহেতু পরিবেশের ইতিহাস হল অতীতের দৃষ্টান্ত। অতীত থেকে আমাদের শিক্ষা দেওয়ার জন্য পরিবেশের ইতিহাস চর্চা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশের জীবজগতের ওপর মানুষের যথেচ্ছাচার কি ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা আমরা পরিবেশের মাধ্যমে জানতে পারি। যেমন - লুপ্ত ডোডো পাখি, লুপ্ত মিশরীয় নীলপদ্ম।
সচেতনতা বৃদ্ধি ঃ পরিবেশের ইতিহাসচর্চা আমাদের চেতনা বৃদ্ধি করে। ঔপনিবেশিক শাসনকালে ভারতে সাম্রাজ্যবাদী ইংরেজরা ভারতের বনজ সম্পদকে নানা ভাবে ধ্বংস করেছে। এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছে নানা উপজাতির মানুষেরা। এরফলে ফলে বনজ সম্পদ রক্ষার উদ্দেশ্যে ইংরেজবিরোধী বহু আন্দোলন গড়ে উঠেছে। পরবর্তীকালে ভারতে একইরকম ভাবে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি পরিবেশ রক্ষার আন্দোলনগুলি থেকে মানুষের পরিবেশ সম্পর্কে সচেতনতার পরিচয় পাওয়া যায়।
মানবসভ্যতার সম্পদ ঃ পরিবেশের ইতিহাস চর্চা মানবসভ্যতার সংকট সম্বন্ধে আলোকপাত করে। পরিবেশের ভারসাম্য বজায় না থাকলে জীবকুল অস্তিত্বের মুখে পড়বে। সভ্যতার প্রয়োজনে অত্যধিক জীবাশ্ম জ্বালানির দহনের ফলে পরিবেশে কারণডাইঅক্সাইড -এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করেছে, ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে ফলে বিভিন্ন দেশের উপকূল ভাগ জলের তলায় চলে যাচ্ছে।
xxxxx
জীববৈচিত্র্য ঃ জীববৈচিত্র্য হল পরিবেশের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশে বিভিন্ন ধরণের জীবের অস্তিত্ব রয়েছে। পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হলে জীবকুলের অস্তিত্বের সংকট তৈরি হবে।
সংকট সমাধান ঃ পরিবেশ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের উপযুক্ত সমাধানের ক্ষেত্রে পরিবেশের ইতিহাসচর্চা বিশেষ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিশ্ব জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন বিষয়ে গঠন মূলক আলোচনা, কয়লা ও পেট্রোলিয়াম জাত পদার্থের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা, সবুজ রক্ষা করা প্রভৃতি বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা গুরুত্বপূর্ণ।