প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব "ভারতীয় ফুটবল খেলা কিভাবে জাতীয়তাবােধে উন্নীত হয়" / "ফুটবল খেলা কিভাবে ভারতীয়দের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল" -এই প্রশ্নটি। নতুন সামাজিক ইতিহাসের অন্তর্গত খেলাধুলার ইতিহাসের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।
ফুটবল খেলার মাধ্যমে ভারতে জাতীয়তাবোধের উন্মেষ -
মানুষের প্রাচীনতম বিনোদনগুলির মধ্যে খেলাধুলা হল অন্যতম। সময়ের সাথে সাথে ভারতবর্ষের গ্রামীণ দেশীয় লোকক্রীড়ার পাশাপাশি ব্রিটিশদের হাত ধরে এদেশে ক্রিকেট, হকি, ফুটবল খেলার প্রচলন ঘটে। সাম্রাজ্যবাদী শাসকের হাত ধরে এই খেলাগুলি ভারতে প্রবেশ করলেও কালক্রমে তা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। নিন্মে ফুটবল খেলা কিভাবে জাতীয়তাবোধে উন্নীত হয় তা আলোচনা করা হল -
ভারতে ফুটবলের জনক ঃ ভারতীয় ফুটবলের জনক ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কৈশোরকাল থেকেই ফুটবলের প্রতি তাঁর আকর্ষণ ছিল এবং পরবর্তীকালে প্রতিষ্ঠা করেছিলেন 'বয়েজ ক্লাব'। যেটি ছিল প্রথম বাঙালি তথা ভারতীয় ফুটবল সংগঠন। ফুটবল খেলার মাধ্যমে তাঁর অন্যতম লক্ষ্য ছিল ভারতীয়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং জাতীয়তাবোধের বিকাশ ঘটানো।
ভারতবাসীর সক্ষমতা প্রদর্শন ঃ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকরা প্রথম থেকেই ভারতীয়দের দুর্বল এবং কাপুরুষ ভাবত। ফুটবল খেলায় বীরত্ব প্রদর্শনের মাধ্যমে ভারতীয়রা, ব্রিটিশদের এরূপ দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানিয়েছিল। এর ফলে ব্রিটিশরা ভারতীয়দের পৌরুষের পরিচয় পেয়েছিল।
মোহনবাগানের আই এফ এ শিল্ড জয় ঃ জাতীয় ক্লাব মোহনবাগানকে কেন্দ্র করেই ফুটবলের মাধ্যমে পরাধীন ভারতে বাঙালি তথা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটেছিল। ফুটবল খেলার ক্ষেত্রে ইংরেজরা বুট পরে খেলত কিন্তু ভারতীয়দের খালি পায়ে খেলতে হত। ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ফুটবল দল 'আই এফ এ শিল্ড' প্রতিযোগিতায় খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশ ইস্ট ইয়র্ককে পরাজিত করে। খেলায় ফলাফল হয়েছিল মোহনবাগান - ২ গোল এবং ব্রিটিশ ইস্ট ইয়র্ক - ১ গোল। এরফলে সমগ্র ভারতবর্ষে ব্রিটিশবিরোধী জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর হাত ধরে ভারতে ফুটবলের প্রচলন, বিভিন্ন ফুটবল ক্লাব প্রতিষ্ঠা এবং সর্বশেষ মোহনবাগানের আই এফ এ শিল্ড জয় ভারতীয়দের কাছে জাতীয়তাবোধের ভাণ্ডারে পরিণত হয়।
আরও পড়ুন ঃ