গ্রামবার্তা প্রকাশিকা প্রত্রিকা -
গ্রামবার্তা প্রকাশিকা ছিল উনিশ শতকের বাংলার একটি প্রভাবশালী মাসিক পত্রিকা। তৎকালীন সময়ে গ্রামীণ সাংবাদিকতার ক্ষেত্রে এই পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রকাশকাল ও সম্পাদক ঃ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে গিরীশ বিদ্যারত্ন প্রেস থেকে। পরে ১৮৭৩ খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালীর মথুরানাথ প্রেস নামক ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশের কাজ চলে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। পত্রিকা প্রকাশের ক্ষেত্রে মথুরানাথ মৈত্রেয় সম্পাদক হরিনাথ মজুমদারকে নানাভাবে সাহায্য করেছিলেন।
অগ্রগতি ঃ এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হত। পরে ১৮৬৪ খ্রিস্টাব্দের জুন-জুলাই মাসে এটি পাক্ষিক ও ১৮৭১ খ্রিস্টাব্দে এপ্রিল-মে মাসে সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়।
পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ঃ হরিনাথ মজুমদার তাঁর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় গ্রামের নিপীড়িত অবহেলিত মানুষের কথা তুলে ধরেছিলেন। তিনি মনে করতেন, প্রজা স্বার্থ বিরোধী ঘটনাগুলিকে ব্রিটিশ সরকারের দৃষ্টিগোচরে আনতে পারলে তার প্রতিকার হতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি দীর্ঘ বাইশ বছর ধরে পত্রিকার কাজ করে গেছেন।
মূল্যায়ন ঃ উনিশ শতকের বাংলার সামাজিক ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো হরিনাথ মজুমদারে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর -সহ মীর মোশারফ হোসেন ও জলধর সেন প্রমুখ এই পত্রিকায় প্রচুর প্রবন্ধ লিখেছেন। তাঁরা তৎকালীন সমাজ ও রাজনীতির ভুলভ্রান্তিগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। পাশাপাশি নীল চাষীদের উপর ব্রিটিশ ও সুদখোর মহাজনদের অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। গ্রামাঞ্চলের শিক্ষা বিস্তার, শোষণের বিরুদ্ধে আন্দোলন ও অত্যাচারিত অসহায়দের রক্ষার হাতিয়ার হয়ে উঠেছিল উনিশ শতকের এক পয়সার মূল্যের এই পত্রিকাটি।