নীলদর্পণ নাটকের গুরুত্ব -
'নীলদর্পণ' হলো দীনবন্ধু মিত্রের রচিত একটি বিখ্যাত নাটক। 'নীলদর্পণ' নাটক রচিত হয়েছিল' নীল চাষকে কেন্দ্র করে নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে। বাংলা তথা ভারতের ইতিহাসে এই নাটকটির গুরুত্ব অপরিসীম।
নীল চাষীদের দুর্দশা ঃ নীল চাষীদের উপর বাংলার নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার কথা নীলদর্পণ নাটক তুলে ধরা হয়।
নীল চাষীদের প্রতিরোধ ঃ নীল চাষিরা কখনোই নীলকরদের শোষণ নীরবে মেনে নেয়নি। তারা নীলকরদের প্রতিরোধে সংগ্রাম শুরু করেছিল। নাটকের নীল চাষি তোরাপের ভূমিকায় তা স্পষ্ট।
বাঙালি বুদ্ধিজীবীদের সমর্থন ঃ বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবরা যে অত্যাচার করতো, বাঙালি বুদ্ধিজীবীরা তার বিরোধিতা করে। নীলদর্পণ নাটক নীল চাষীদের পক্ষে জনমত গড়ে তোলার সহায়ক হয়েছিল।
ইংরেজি ভাষায় অনুবাদ ঃ নীলদর্পণ নাটক হলো প্রথম বাংলা নাটক, যেটি ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছিল। এর ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এটি প্রকাশ করেছিলেন রেভারেন্স জেমস লং।
পেশাদারী নাটকের জন্ম ঃ দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি অভিনয়ের মধ্য দিয়ে ১৮৭২ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর বাংলা পেশাদারি থিয়েটারের সূচনা হয়েছিল। যা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সেজন্য গিরিশচন্দ্র ঘোষ 'নীলদর্পণ' নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রকে বাংলার রঙ্গালয়ের স্রষ্টা বলে আখ্যায়িত করেছেন।
মূল্যায়ন ঃ নীলদর্পণ নাটক নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এই নাটকের মাধ্যমে বাংলার শিক্ষিত শ্রেণী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়।