মুন্ডা বিদ্রোহের কারণ গুলি কি কি

মুন্ডা বিদ্রোহের কারণ -

বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি, সিংভুম প্রভৃতি অঞ্চলে আদি অধিবাসী মুন্ডারা বসবাস করত। ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। মুন্ডা বিদ্রোহকে মুন্ডা উলগুলানও বলা হয়। নিম্নে মুন্ডা বিদ্রোহের কারণ গুলি আলোচনা করা হল -

যৌথ কৃষিব্যবস্থায় ভাঙন ঃ মুন্ডারা জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত। ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষিব্যবস্থা বা খুৎকাঠি ব্যবস্থায় ভাঙন ধরে। সরকার জমিতে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করে। ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

ঔপনিবেশিক অরণ্য আইন ঃ ঔপনিবেশিক অরণ্য আইনের দ্বারা মুন্ডাদের কাছ থেকে অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়। ফলে মুন্ডাদের জীবন ও জীবিকার সমস্যা দেখা যায়।

বেগার প্রথা ঃ জমিদার ও মহাজনরা মুন্ডাদের ওপর নানা ধরণের কর আরোপ করত। তারা মুন্ডাদের জোর পূর্বক বেত বেগারি বা বিনা মজুরিতে কাজ করাত। এরফলে মুন্ডাদের মধ্যে অসন্তোষ ঘনীভূত হয়।

মুন্ডাদের আইন ও বিচারব্যবস্থার পরিবর্তন ঃ মুন্ডাদের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা ছিল। তারা নিজেদের বিবাদের মীমাংসা নিজেরাই করত। কিন্তু ব্রিটিশ আমলে প্রবর্তিত আইন মুন্ডাদের ওপরও বলবৎ হয়েছিল। ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়েছিল।

উপরিউক্ত কারণগুলির ভিত্তিতে ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। 

Post a Comment

Previous Post Next Post