বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো

বাংলায় ওয়াহাবি আন্দোলন / বাংলায় ওয়াহাবি আন্দোলনের কারণ / বাংলায় ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য -

ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন শাহ ওয়ালিউল্লাহ, তাঁর পুত্র আজিজ এবং রায়বেরিলির সৈয়দ আহমেদ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন তিতুমির। নিম্নে ওয়াহাবি আন্দোলনের কারণগুলি আলোচনা করা হল -

ইসলাম ধর্মের শুদ্ধিকরণ করা ঃ বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণ করার জন্য আন্দোলন করেন। তিনি বলেন, একমাত্র আল্লাহকে মান্য করতে হবে। ইসলাম-বহির্ভূত সমস্ত সংস্কার পরিত্যাগ করতে হবে।

কৃষকদের অত্যাচারের প্রতিবাদ করা ঃ তিতুমিরের অনুগামীরা জমিদার, নীলকর ও ব্রিটিশ সরকারের শোষণ ও অত্যাচারের জর্জরিত। তিতুমিরের কৃষকদের উপর অত্যাচারের প্রতিবাদ করেন।

ব্রিটিশ শাসনের বিরোধিতা করা ঃ তিতুমির ব্রিটিশ শাসনের বিরোধিতা করেন এবং নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে স্বাধীন প্রশাসন গড়ে তোলেন।


আন্দোলনের বৈশিষ্ট্য -

নিম্নে ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করা হল -

ইসলামের পুনরুজ্জীবন বা শুদ্ধিকরণ ঃ ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ঘটানোর জন্য। বাংলায় তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য তাঁর আদর্শ প্রচার করেছিলেন। বলা হয় -

     (i) একমাত্র আল্লাহকে মান্য করতে হবে।

     (ii) ইসলাম-বহির্ভূত সংস্কারগুলি পরিত্যাগ করতে হবে।

ব্রিটিশবিরোধী আন্দোলন ঃ বাংলায় তিতুমিরের নেতৃত্বে পরিচালিত ওয়াহাবি আন্দোলন ছিল ব্রিটিশবিরোধী আন্দোলন। ওয়াহাবি নেতাদের মতো তিতুমিরও ভারতবর্ষকে 'দার-উল-ইসলাম' বা 'ইসলামের দেশ' বা 'ধর্মের দেশ' -এ পরিণত করার পরিকল্পনা করেন। এজন্য তারা বিধর্মী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে করেছিলেন।

জমিদার ও নীলকরবিরোধী আন্দোলন ঃ ওয়াহাবিরা অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বাংলায় এই বিদ্রোহের নেতা তিতুমির নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করে জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করেন। তিনি তাঁর অনুগামীদের নীলচাষ করতেও নিষেধ করেছিলেন।

নিম্নবর্গের মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলন ঃ বাংলায় ওয়াহাবি আন্দোলন শুধুমাত্র মুসলমানদের আন্দোলন ছিল না। এই আন্দোলনে নিন্মবর্গের অনেক হিন্দু প্রজাও সহযোগিতা করেছিল।

মূল্যায়ন ঃ উপরিউক্ত কারণ ও বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বলা যায় যে, ধর্মীয় উদ্দেশ্যে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীকালে ব্রিটিশবিরোধী রূপ ধারণ করেছিল। এর থেকে ভারতে ব্রিটিশ শাসনের স্বরূপ অনুধাবন করা সম্ভব।

Post a Comment

Previous Post Next Post