পলিগার কারা ছিল ? এই বিদ্রোহের কারণ কি ছিল

প্রশ্ন ঃ পলিগার কারা ছিল ? এই বিদ্রোহের কারণ কি ছিল ?

উত্তর ঃ ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিরাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে যে বিদ্রোহ গুলি ঘটেছিল, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পলিগার বিদ্রোহ। নিম্নে পলিগার বিদ্রোহ ও তার কারণ সম্পর্কে আলোচনা করা হল -

পলিগার বিদ্রোহ ঃ পলিগার ছিল তামিলনাড়ু অঞ্চলের ভূসম্পত্তির মালিক। পলিগার নামটি ছিল ইংরেজদের দেওয়া। দক্ষিণ ভারতের অন্যতম ব্যতিক্রমী এই বিদ্রোহ ছিল ইংরেজ বিরোধী অন্যতম একটি বিদ্রোহ।

পলিগার বিদ্রোহের কারণ ঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, উচ্চহারে ভূমিরাজস্ব প্রভৃতি সমগ্র ভারতের মতো দক্ষিণ ভারতের মানুষদেরও বিদ্রোহে উৎসাহিত করেছিল। ১৮০৩ খ্রিস্টাব্দে উচ্চহারে রাজস্ব ধার্য করার প্রতিবাদে দক্ষিণ ভারতের তিনেভেল্লি, কারনল, অনন্তপুর, বেলারি প্রভৃতি স্থানের পলিগাররা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল। পলিগারদের সঙ্গে সাধারণ মানুষও এই বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে যোগ দিয়েছিল। তৎকালীন সমাজে পলিগারদের সমাজে যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি ছিল। ফলে বেশ কয়েকবছর তারা ইংরেজদের ব্যতিব্যস্ত করে রাখতে পেরেছিল।

অবসান ঃ অবশ্য শেষপর্যন্ত ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর কাছে পলিগাররা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post