১৮৩১ খ্রিস্টাব্দের কোল বিদ্রোহের বৈশিষ্ট্য -
কোলরা ছিল বিহারের ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী আদিবাসী উপজাতি। তারা ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী, বহিরাগত, মহাজন, জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল, তা ইতিহাসে কোল বিদ্রোহ নামে পরিচিত। নিম্নে কোল বিদ্রোহের বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হল -
আদিবাসী বা উপজাতি বিদ্রোহ ঃ কোল বিদ্রোহ ছিল আদিবাসী বা উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহে প্রধান ভূমিকা পালন করেছিল আদিবাসী কোলরা।
ব্রিটিশবিরোধী বিদ্রোহ ঃ কোল বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রতিবাদ সংগ্রাম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর অঞ্চলের অধিকার লাভ করার পর তাদের উপর নতুন ভূমিরাজস্ব নীতি কার্যকর করে। এতে ক্ষুব্ধ হয়ে কোলরা ব্রিটিশ ও তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
কোলদের চিরাচরিত অধিকার রক্ষার বিদ্রোহ ঃ কোলরা তাদের প্রচলিত সামাজিক ব্যবস্থা অনুসারে নিজেদের পরিচালিত করত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন রাজস্ব আইন ও বিচার ব্যবস্থা কোলদের উপর প্রয়োগ করলে কোলরা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়।
শোষণ ও অত্যাচার থেকে মুক্তির বিদ্রোহ ঃ ছোটনাগপুরের কোল অধ্যুষিত অঞ্চলে কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই অঞ্চলে জমিদার ও মহাজন শ্রেণির আগমন ঘটে ও তাদের শোষণ শুরু হয়। দীর্ঘদিন ধরে শোষিত ও অত্যাচারিত কোলরা এই অবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করেছিল।
মূল্যায়ন ঃ কোল বিদ্রোহের উপরোক্ত বৈশিষ্ট্যগুলি এই বিদ্রোহকে একটি অন্যান্য রূপ প্রদান করেছিল, যা পরবর্তীকালে উপজাতি বিদ্রোহগুলির মধ্যেও দৃশ্যমান ছিল।
আরও পড়ুন ঃ