ওয়াহাবি আন্দোলনের কারণ ও প্রভাব -
অষ্টাদশ শতকে আরব দেশে আবদুল ওয়াহাব নামে এক ব্যক্তি ইসলাম ধর্মে যে সংস্কার আন্দোলন শুরু করেছিলেন তাকে ওয়াহাবি আন্দোলন বলা হয়। ভারতে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন শাহ ওয়ালিউল্লাহ, আজিজ, সৈয়দ আহমদ এবং তিতুমির। নিম্নে ওয়াহাবি আন্দোলনের কারণগুলি আলোচনা করা হল -
কারণ ঃ
(i) ইসলাম ধর্মের অভ্যন্তরে যেসব কুসংস্কার বাসা বেঁধেছিল সেগুলির অপসারণ করার প্রয়োজন ছিল। তাই মহম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মের শুদ্ধিকরণ করার জন্য ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছিল।
(ii) বিধর্মী ব্রিটিশ শাসিত শত্রুর দেশ (দার-উল-হারব) ভারতকে ধর্মের দেশে (দার-উল-ইসলাম) পরিণত করার জন্য এই আন্দোলন হয়েছিল।
(iii) ভারতে সেই সময় সাধারণ কৃষকরা জমিদার, নীলকর সাহেব ও মহাজনদের দ্বারা উৎপীড়িত হত। এই সব অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহীরা সংঘটিত হয়েছিল।
আন্দোলনের প্রভাব ঃ
ওয়াহাবি আন্দোলনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। নিম্নে এই আন্দোলনের প্রভাবগুলি আলোচনা করা হল -
(i) ওয়াহাবি আন্দোলনকারীদের মধ্যে যে ঐক্যবোধ গড়ে উঠেছিল তার প্রভাবে তারা জমিদার ও সরকারের বিরুদ্ধে সংঘটিত আন্দোলন করতে পেরেছিল।
(ii) ওয়াহাবি আন্দোলনের ফলে ইসলাম ধর্মের ভিতরকার কুসংস্কারগুলি অনেকাংশে দূরীভূত হয়েছিল।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, ওয়াহাবি আন্দোলনের প্রারম্ভে ধর্মীয় চেতনা সক্রিয় থাকলেও শেষপর্যন্ত তা ব্রিটিশবিরোধী ভাবধারায় পরিণত হয়েছিল।