বারাসাত বিদ্রোহের কারণ -
তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ব্রিটিশ সরকার নিষ্ঠুরভাবে এই বিদ্রোহ দমন করেছিল। যার ফলে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। নিম্নে বারাসাত বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করা হল -
প্রাচীনপন্থী আন্দোলন ঃ বারাসাত বিদ্রোহ ছিল মধ্যযুগীয় ও যুগবিরোধী আদর্শে পরিচালিত একটি আন্দোলন। নতুন ধ্যানধারণার বদলে পুরানো ধ্যানধারণাকে আঁকড়ে ধরতে গিয়ে এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়।
জনসমর্থনের অভাব ঃ তিতুমিরের নেতৃত্বে পরিচালিত বারাসাত বিদ্রোহে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেনি। নিম্নবর্গের মুসলমানরা বিদ্রোহে অংশগ্রহণ করলেও উচ্চবিত্ত মুসলমানরা এই বিদ্রোহকে সমর্থন করেনি।
আঞ্চলিক সীমাবদ্ধতা ঃ দক্ষিণ বাংলার সীমিত অঞ্চলে তিতুমিরের প্রভাব ছিল। এই সীমিত অঞ্চলকে কেন্দ্র করে কোন নেতার পক্ষেই বিদ্রোহ সফল করা সম্ভব ছিল না।
শিক্ষিত সমাজের সমর্থনের অভাব ঃ বারাসাত বিদ্রোহে সমাজের শিক্ষিত শ্রেণির সমর্থন ছিল না। বরং শিক্ষিত শ্রেণি, অভিজাত ও জমিদাররা ব্রিটিশ সরকারকে সমর্থন করেছিল।
ব্রিটিশ সরকারের দমননীতি ঃ প্রবল ব্রিটিশ শক্তির বিরোধিতা করার মত অস্ত্রশস্ত্র বা অর্থ ও সৈন্যবল কোনটিই তিতুমিরের কাছে ছিল না। ফলে ব্রিটিশ বাহিনীর সঙ্গে অসম সংঘর্ষের দরুন তিতুমির প্রাণ হারান, ফলে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়।
মূল্যায়ন ঃ উপরে উল্লিখিত কারণগুলির ভিত্তিতে বলা যায় যে, বারাসাত বিদ্রোহে তিতুমিরের পরাজয় কোন অস্বাভাবিক ঘটনা ছিল না। একটি ক্ষমতাশালী রাজশক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের এই ব্যর্থতা নিশ্চিত ছিল।