সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র -
১৭৬৩ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তাকে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ বলে। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। নিম্নে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করা হলো -
যাযাবর ও ডাকাতদের উপদ্রব ঃ ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলে অভিহিত করেছেন। তবে ওয়ারেন হেস্টিংসের এই মত সঠিক নয়, কারণ সন্ন্যাসী ও ফকিররা তা ছিল না।
কৃষক বিদ্রোহ ঃ উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কারণ সন্ন্যাসী ও ফকিরদের অনেকেই ধর্মচর্চার সঙ্গে সঙ্গে কৃষিকাজও করতেন।
দেশ রক্ষার সংগ্রাম ঃ লেস্টার হ্যাচিনসন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে ব্রিটিশদের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করার সংগ্রাম বলে অভিহিত করেছেন। তাঁর মতে, সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ছিল শতবর্ষ পরে সংঘটিত বাংলার বিপ্লববাদী আন্দোলনের অগ্রদূত।
ধর্ম রক্ষার জন্য বিদ্রোহ ঃ সন্ন্যাসী ও ফকিররা বিদেশী বিধর্মীদের হাত থেকে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছিল বলে অনেকে মনে করেন। কারণ খ্রিস্টান ধর্মপ্রচারকরাও ভারতীয়দের ধর্মকে অবজ্ঞা করতো। অপরদিকে সন্ন্যাসী ও ফকিররা নিজেদের ধর্মের মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞা ছিল।
মূল্যায়ন ঃ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহের প্রকৃতি ব্যাখ্যা করা হলেও মোটের উপর এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা যায়।
আরও পড়ুন