বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র -
বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন তিতুমির। তিনি চব্বিশ পরগণার বারাসাত অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। তিতুমিরের নেতৃত্বে সংঘটিত বাংলার ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। নিম্নে বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করা হল -
ধর্মীয় আন্দোলন ঃ ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ঘটানোর জন্য। তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য প্রচার করেছিলেন - একমাত্র আল্লাহকে মান্য করতে হবে। ড. অভিজিত দত্ত তাই উৎপত্তি ও উদ্দেশ্যের দিক থেকে বিচার করে এই আন্দোলনকে একটি ধর্মীয় আন্দোলন বলে অভিহিত করেছেন।
অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ঃ ড. কেয়ামুদ্দিন আহমদ বলেন, তিতুমিরের আন্দোলন ছিল অত্যাচারী জমিদার, নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘটিত একটি আন্দোলন। শোষক শ্রেণি অত্যাচারীদের বিরুদ্ধে এই আন্দোলন পরিচালিত হয়েছিল।
ব্রিটিশ বিরোধী আন্দোলন ঃ বাংলার ওয়াহাবি আন্দোলন ছিল প্রবল ব্রিটিশ বিরোধী আন্দোলন। তিরুমির বারাসাত অঞ্চলের ইংরেজদের শাসনের অবসান ঘটিয়ে নিজেকে ঐ অঞ্চলের স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেছিলেন।
কৃষক বিদ্রোহ ঃ কোন কোন ঐতিহাসিক এই আন্দোলনকে একটি কৃষক বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। বাংলার শোষিত কৃষকরা জমিদার, নীলকর ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, ধর্মীয় চেতনা থেকে এই আন্দোলন সংঘটিত হয়েছিল। জমিদারদের বিরোধিতা থেকে অবশেষে এই আন্দোলন একটি ব্রিটিশবিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল।