কোল বিদ্রোহের ব্যর্থতার কারণ-
ভারতের রাঁচি, সিংভূম, হাজারিবাগ, পালামৌ প্রভৃতি অঞ্চলে ১৮২০ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয়েছিল। ১৮৩২ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। কিন্তু নিম্নলিখিত কিছু কারণে অবশেষে এই বিদ্রোহ ব্যর্থ হয়। নিম্নে কোল বিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করা হল -
নেতাদের উপযুক্ত দক্ষতার অভাব ঃ বুদ্ধ ভগত, জোয়া ভগত, মানকি, সুই মুন্ডা প্রমুখ নেতা কোলদের সমবেত করে বিদ্রোহের সূচনা করলেও তাদের মধ্যে উপযুক্ত দক্ষতার অভাব ছিল। ফলে এই বিদ্রোহের ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল।
আঞ্চলিক সীমাবদ্ধতা ঃ কোল বিদ্রোহ রাঁচি, সিংভূম, হাজারিবাগ, পালামৌ, মানভূমের পশ্চিম অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর বাইরে অন্যত্র বিদ্রোহের বিশেষ কোনো প্রভাব পড়েনি। এমনকি এই অঞ্চলে বসবাসকারী অন্য উপজাতিগোষ্ঠীর মানুষেরাও এই বিদ্রোহকে সমর্থন করেনি। তাই বলা যায়, আঞ্চলিক সীমাবদ্ধতাও ছিল কোল বিদ্রোহের ব্যর্থতার অন্যতম একটি প্রধান কারণ।
আধুনিক অস্ত্রশস্ত্র ও রণকৌশল-এর অভাব ঃ বিদ্রোহ দমনের জন্য ইংরেজরা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সামরিক বাহিনী, গোলন্দাজ বাহিনীর সাহায্যে হাজার হাজার কোল নরনারী ও শিশুদের হত্যা করে। তাদের উন্নত অস্ত্র ও সামরিক বাহিনীর সামনে চিরাচরিত প্রাচীন অস্ত্রে সজ্জিত কোলরা দুর্বল হয়ে পড়ে। ফলে এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।
শিক্ষিত সম্প্রদায়ের সমর্থনের অভাব ঃ কোল বিদ্রোহীরা সমাজের শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা আদায় করতে পারিনি। ফলে এই বিদ্রোহ সুসংহত রূপ লাভ করতে ব্যর্থ হয়।
মূল্যায়ন ঃ কোল বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের ফলে সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নতুন এলাকা গঠন করে এবং জমিদারদের কাছ থেকে জমি নিয়ে গ্রাম প্রধানদের ফেরত দেওয়া হয়।
আরও পড়ুন ঃ