কোল বিদ্রোহের কারণ গুলি আলোচনা করো

কোল বিদ্রোহের কারণ -

বিহারের ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী কোলরা জমিদার, মহাজন ও ইংরেজদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে কোল বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে ব্যাপক আকার ধারণ করেছিল। নিম্নে কোল বিদ্রোহের কারণ গুলি আলোচনা করা হল -

অত্যধিক হারে রাজস্ব আদায় ঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুর অঞ্চলের শাসনভার হাতে পাওয়ার পর সেখানে বসবাসকারী কোলদের উপর অতিরিক্ত ভূমিরাজস্ব আরোপ করে। এতে কোল উপজাতি সম্প্রদায়ের মানুষেরা ইংরেজদের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে ওঠে।

মহাজনদের শোষণ ও অত্যাচার ঃ ছোটনাগপুর অঞ্চলের জমিদার ও মহাজনরা বিভিন্নভাবে কোলদের উপর শোষণ ও অত্যাচার চালাত। এই শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য কোলরা বিদ্রোহী হয়ে ওঠে।

ব্রিটিশ আইনের প্রবর্তন ঃ কোলরা তাদের নিজস্ব সামাজিক নিয়মে পরিচালিত হত। ইংরেজ কোম্পানি তাদের উপর ব্রিটিশ আইন চাপিয়ে দিলে তাদের ঐতিহ্যগত ব্যবস্থা ভেঙে পড়ে। যা কোলদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল।

ইজারাদার ও ঠিকাদারদের শোষণ ঃ এই অঞ্চলের ইজারাদার ও ঠিকাদাররা কোলদের সর্বস্ব কেড়ে নিত। এছাড়া বিভিন্নভাবে তাদের শোষণ করত, সরকারি রাস্তা তৈরি করার জন্য তাদের বেকার খাটানো হতো। এইসব কারণে তারা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে।

মূল্যায়ন ঃ উপরোক্ত এই সকল কারণে কোল বিদ্রোহ সংঘটিত হয় এবং তা ব্যাপক আকার ধারণ করে। ফলস্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোলদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নতুন অঞ্চল গঠন করে।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post