সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কৃষক বিদ্রোহ ছিল কি না -
বাংলায় ১৭৬৩ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দের কালপর্বে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ সংঘটিত হয়েছিল। মুঘল যুগের শেষ দিকে ভ্রাম্যমাণ সন্ন্যাসী ও ফকিররা বাংলা ও বিহার অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের জীবিকা ছিল কৃষিকাজ। এরাই পরে কোম্পানির অপশাসন ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
সন্ন্যাসী-ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ওয়ারেন হেস্টিংস একে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বললেও কোন কোন ঐতিহাসিক এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তবে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ আদৌ কৃষক বিদ্রোহ ছিল কিনা, সে সম্পর্কে নিম্নলিখিত যুক্তিগুলি লক্ষণীয় -
(i) সন্ন্যাসী ফকিরদের অধিকাংশই ছিল কৃষিজীবী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি উচ্চহারে রাজস্ব বৃদ্ধি করায় কৃষিজীবী সন্ন্যাসী ও ফকিররা করভারে জর্জরিত হয়ে পড়ে।
(ii) সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে যারা কৃষির সঙ্গে যুক্ত ছিল, অধিক খাজনা আদায়ের জন্য কোম্পানির ইজারাদারদের শোষণ তাদের ক্ষিপ্ত করে তুলেছিল।
(iii) এই বিদ্রোহ সন্ন্যাসী ও ফকিরদের নেতৃত্বে শুরু হয়েছিল ঠিকই, তবু গ্রামের অনেক সাধারন কৃষিজীবী মানুষও এই বিদ্রোহে অংশগ্রহণ করে।
(iv) সরকারি ও বেসরকারি দলিলের প্রমাণ থেকে জানা যায় যে, এই বিদ্রোহ ছিল বাংলা ও বিহারের কৃষক শ্রেণীর বিদ্রোহ।
মূল্যায়ন ঃ উপরোক্ত বিষয়গুলির নিরিখেই ঐতিহাসিক উইলিয়াম হান্টার সর্বপ্রথম সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই মতকে সমর্থন জানিয়েছেন উইলিয়াম হান্টার ও গ্যারেট। ব্রিটিশ বিরোধী এই বিদ্রোহই ছিল উপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ।
আরও পড়ুন ঃ