তারিকা-ই-মহম্মদীয়া সম্পর্কে আলোচনা করো

তারিকা-ই-মহম্মদীয়া -

অষ্টাদশ শতকে মহম্মদ বিন আবদুল ওয়াহাব নামে এক ব্যক্তি ইসলাম ধর্মের সংস্কার আন্দোলন শুরু করেন। তাঁর প্রবর্তিত আন্দোলন ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকা-ই-মহম্মদীয়া। 

অর্থ ঃ 'তারিকা-ই-মহম্মদীয়া' শব্দের অর্থ হল মহানবি মহম্মদ প্রদর্শিত পথ।

উদ্দেশ্য ঃ তারিকা-ই-মহম্মদীয়া আন্দোলনের উদ্দেশ্যগুলি হল -

     (i) তারিকা-ই-মহম্মদীয়া আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল মহম্মদ প্রদর্শিত পথ প্রতিষ্ঠা করা।

     (ii) ইসলাম ধর্মের মধ্যে প্রচলিত কুসংস্কারগুলি দূর করা এবং ইসলাম ধর্মকে বিশুদ্ধ করা।

     (iii) ভারতের আন্দোলনকারীরা ব্রিটিশ শাসিত ভারতকে 'দার-উল-হারব' বা বিধর্মীর দেশ বা শত্রুর দেশ বলে মনে করত। তাদের উদ্দেশ্য ছিল ভারতকে শত্রুমুক্ত করা।

ভারতে তারিকা-ই-মহম্মদীয়া ঃ ভারতে তারিকা-ই-মহম্মদীয়া আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন যুক্তপ্রদেশের রায়বেরিলির অধিবাসী সৈয়দ আহমেদ ব্রেলভি। তিনি ভারতে ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য আন্দোলন করেছিলেন। তিনি কয়েকবার কলকাতায় এসে তারিকা-ই-মহম্মদীয়া-এর আদর্শ প্রচার করেছিলেন। সৈয়দ আহমেদ উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে সক্রিয়ভাবে আন্দোলন পরিচালনা করেন।

বাংলায় তারিকা-ই-মহম্মদীয়া ঃ বাংলায় তারিকা-ই-মহম্মদীয়া আন্দোলনের প্রধান নেতা ছিলেন মির নিশার আলি বা তিতুমির। তাঁর নেতৃত্বে এই আন্দোলন চব্বিশ পরগণা, নদীয়া, মালদহ, ঢাকা, রাজশাহী, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।

মূল্যায়ন ঃ ভারতে তারিকা-ই-মহম্মদীয়া ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীকালে তা জমিদার ও ব্রিটিশবিরোধী রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post