ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ গুলি কি কি

ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ -

ফরাজি আন্দোলনে দরিদ্র মুসলিম কৃষক শ্রেণি যোগ দিলেও তা শেষপর্যন্ত শ্রেণি সংঘর্ষে পরিণত হয়েছিল। উইলিয়াম হান্টার এই প্রসঙ্গে বলেছেন ফরাজি আন্দোলন ছিল একটি শ্রেণিসংঘর্ষ। নিম্নে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ গুলি আলোচনা করা হল -

সংহতির অভাব ঃ সংকীর্ণ ধর্মবোধ দ্বারা এই আন্দোলন পরিচালিত হওয়ায় উদারপন্থী মুসলমান সমাজ এই আন্দোলন থেকে দূরে সরে থাকে। ফলে সংহতির অভাবে এই আন্দোলন ব্যর্থ হয়। 

সাম্প্রদায়িক ঃ নিম্নবর্গের শোষিত হিন্দুরা অংশগ্রহণ করলেও এই আন্দোলনটি প্রধানত ছিল সাম্প্রদায়িক। এই আন্দোলন ছিল মুসলিমদের, মুসলিমদের দ্বারা এবং মুসলিমদের জন্য।

লক্ষ্যহীনতা ঃ কোনো সুস্পষ্ট লক্ষ্য না থাকায় এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। প্রথমদিকে ইসলাম ধর্মের সংস্কার, পরবর্তীকালে নীলচাষ ও জমিদারি প্রথার উচ্ছেদের লক্ষ্যে, শেষে আবার ধর্ম নিয়ে এই আন্দোলন পরিচালিত হয়েছিল।

সীমাবদ্ধতা ঃ এই আন্দোলন একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়াও ইংরেজ, নীলকর, জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে অর্থ, লোকবল ও মানসিকতার প্রয়োজন ছিল তা এই আন্দোলনকারীদের কাছে ছিল না। 

মূল্যায়ন ঃ ফরাজিদের প্রচেষ্টা পরবর্তী প্রজন্মকে বিদ্রোহের প্রেরনা জুগিয়েছিল। কেবল মুসলমানরাই নয়, হিন্দু কৃষকরাও এই আন্দোলনের সঙ্গে হয়েছিল। 

Post a Comment

Previous Post Next Post