আর্যদের আদি বাসভূমি / বাসস্থান সম্পর্কিত বিতর্ক আলোচনা করো -
'আর্য' শব্দের অর্থ সৎ বংশজাত ব্যক্তি। আর্য কোন ভাষা নয়, আর্য হল ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে অন্যতম একটি ভাষা। তবে প্রাচীন ভারতে আর্য সভ্যতার বিস্তারের ঘটনা স্বাভাবিকভাবেই আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, সেই প্রশ্ন তুলে ধরে।
মতামত -
আর্যরা ছিলেন ভারতীয় ঃ গঙ্গানাথ ঝা, ডি এস ত্রিবেদী প্রমুখের মতে দেবিকা নদীর তীরবর্তী অঞ্চল ছিল আর্যদের আদি বাসভূমি। এ সি দাসের মতে সপ্তসিন্ধু অঞ্চল ছিল আর্যদের আদি বাসভূমি। তাদের মতে -
(১) বৈদিক সাহিত্যে সপ্তসিন্ধু অঞ্চল ছাড়া আর কোন অঞ্চলের নাম পাওয়া যায়নি।
(২) ঋকবেদে যে সমস্ত গাছ ও প্রাণীর উল্লেখ আছে সেগুলি সপ্তসিন্ধু অঞ্চলে দেখা যায়।
(৩) সংস্কৃত ভাষায় প্রচুর ইন্দো-ইউরোপীয় শব্দের প্রবেশ ঘটেছে।
এই মতের বিপক্ষে ঐতিহাসিক মার্শাল-সহ বহু পণ্ডিত বলেছেন -
(৪) আর্যরা ভারত থেকে বাইরে গেলে সারা ভারতে বৈদিক সভ্যতার প্রসার ঘটত। কিন্তু তখন দক্ষিণ ভারতে দ্রাবিড় সভ্যতা ছিল।
(৫) ঋকবেদে ভারতের সহজলভ্য বাঘ ও হাতির উল্লেখ আছে।
আর্যরা ছিলেন বহিরাগত ঃ ঐতিহাসিক ম্যাক্সমুলার বলেছেন মধ্যএশিয়া ছিল আর্যদের আদি বাসভূমি। পি গাইলস্-এর মতে আর্যরা আদিতে অস্ট্রিয়া-হাঙ্গেরি ও বোহেমিয়া অঞ্চলে বাস করত। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে রাশিয়ার দক্ষিণাঞ্চল ছিল আর্যদের আদি বাসভূমি।
সর্বাধিক সমর্থিত মত ঃ ঐতিহাসিক ব্রান্ডেনস্টাইন আর্যদের আদি বাসস্থান সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, আর্যরা রাশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে কিরঘিজের স্তেপ অঞ্চলে পূর্বে বসবাস করত। সেখান থেকে একটি শাখা ইউরোপে ও অন্য একটি ভারতে এসেছিল।