অনুপযুক্ত গৃহপরিবেশ কিভাবে শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করে তা লেখ

প্রশ্ন ঃ অনুপযুক্ত গৃহপরিবেশ কিভাবে শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করে তা আলোচনা করো (Discuss how poor homely atmosphere influences learner's development.) OR

প্রশ্ন ঃ শিক্ষার্থীর বিকাশে নিম্নমানের পারিপার্শ্বিক অবস্থা কিভাবে প্রভাব ফেলে ? (How the poor neighbourhood affects the development of learner's)

উত্তর ঃ

শিক্ষার্থীর বিকাশের ওপর অনুপযুক্ত গৃহপরিবেশের প্রভাব -

একটি শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে পরিবেশ বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। তাই পরিবেশ যদি শিশুর পক্ষে অনুপযুক্ত হয় তাহলে তা শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নিম্নে শিক্ষার্থীর বিকাশে অনুপযুক্ত গৃহপরিবেশের প্রভাব গুলি আলোচনা করা হল -

দৈহিক বিকাশের ক্ষেত্রে ঃ 

  • গবেষণা অনুযায়ী, কৈশোরের শেষ পর্যায়ে শিশুর ভগ্ন স্বাস্থ্য বা শারীরিক অক্ষমতার 25% কারণ হল গৃহপরিবেশ। এর প্রভাব শিশুর স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। 
  • পরিবারে যদি সদস্যসংখ্যা বেশি হয় সেক্ষেত্রে শিশুর খাদ্যের চাহিদা সবসময় পূরণ না হওয়ায় প্রায়শই শিশুকে পুষ্টিহীনতায় ভুগতে দেখা যায়।
  • গৃহপরিবেশ যদি অপরিচ্ছন্ন হয় তাহলে শিশু দ্রুত ও বারে বারে অসুস্থ হতে পারে। যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকে মন্থর করে দেয়।

মানসিক বিকাশের ক্ষেত্রে ঃ 

  • স্থায়ী গৃহ না থাকা শিশুদের ক্ষেত্রে মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। 'গৃহহীনতাবিশিষ্ট সমস্যা' সম্পর্কিত গবেষণায় দেখা গেছে যে, গৃহহীন শিশু বা অস্থায়ী গৃহ আছে যেসব শিশুদের, তাদের ক্ষেত্রে বিভিন্ন মানসিক রোগ যেমন - Depression, Anxiety ইত্যাদি হওয়ার প্রবণতা দেখা যায়। 
  • যেসব শিশু অস্থায়ী গৃহে থাকে বা গৃহহীন শিশুরা বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য গেলে তারা বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হয়। তাদের মধ্যে সামঞ্জস্যবিধান করার ক্ষমতা তৈরি হয় না বা তারা প্রায়শই হতাশায় ভুগতে থাকে।
  • শিশুর গৃহপরিবেশ অপরিচ্ছন্ন হলে বা গৃহের অভ্যন্তরে শিশুর নিরাপত্তাহীনতাবোধ শিশুর মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
  • অনুপযুক্ত গৃহপরিবেশে শিশুর সঠিকভাবে মানসিক বা জ্ঞানমূলক বিকাশ হয় না। ফলে এই ধরণের শিশুরা প্রায়শই পড়াশোনায় পিছিয়ে থাকে বা তারা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে ঃ

  • গৃহপরিবেশ যদি অনুপযুক্ত হয় তাহলে তা শিশুর বয়সস্তর অনুযায়ী বিভিন্ন প্রাক্ষোভিক গুণাবলীর বিকাশে বাধা হয়ে দাঁড়ায়।
  • অনুপযুক্ত গৃহপরিবেশে শিশুর সঠিকভাবে মূল্যবোধ গঠন সম্পন্ন হয় না।
  • অনুপযুক্ত গৃহপরিবেশে শিশু নিরাপত্তাহীনতা বোধ করে। ফলে অনেক সময় শিশুদের মধ্যে হিংস্রতা, ঘৃণা, আক্রমণাত্মক আচরণ প্রভৃতির মতো ঋণাত্মক প্রক্ষোভের বিকাশ ঘটে। 
  • গবেষণা অনুযায়ী, যেসমস্ত পরিবারে অধিক জনসংখ্যা থাকে সেইসব পরিবারে শিশুর মধ্যে সঠিকভাবে নৈতিকতার বিকাশ ঘটে না। কারণ প্রায়শই তাদের মৌলিক অধিকারগুলিকে আদায় করে নিতে হয় বা নিজেদের অধিকারে জন্য লড়াই করতে হয়।

সামাজিক বিকাশের ক্ষেত্রে ঃ

  • যেসব শিশুরা অস্থায়ী গৃহে বাস করে বা যাদের গৃহ নেই তাদের ক্ষেত্রে সামাজিক বিকাশ ত্রুটিপূর্ণ হয়ে থাকে।
  • অনুপযুক্ত গৃহ পরিবেশে বেড়ে ওঠা শিশু সামাজিক রীতিনীতি, নিয়মকানুন ইত্যাদির প্রতি বিরুপ মনোভাবাপন্ন হয়ে থাকে।
  • গবেষণায় দেখা গেছে যে, শিশুর গৃহহীনতার অভাববোধ 'শিশু অপরাধ'-এর একটি অন্যতম কারণ। 

Post a Comment

Previous Post Next Post