প্রশ্ন ঃ বঞ্চিত ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত হয় ? OR
প্রশ্ন ঃ অস্থির পরিবার কিভাবে শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করে ? OR
প্রশ্ন ঃ শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করার ক্ষেত্রে অস্থির পরিবারের ভূমিকা কি ?
উত্তর ঃ
শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব -
সাধারণত পরিবারের সুস্থ পরিবেশের অভাবকে পারিবারিক বিশৃঙ্খলা বা বঞ্চিত ও বিপর্যস্ত অবস্থা বলে। পারিবারিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার অন্তরায় তৈরি হয়। বিশৃঙ্খল বা বঞ্চিত ও বিপর্যস্ত পারিবারিক পরিবেশ শিশুর চাহিদাসমূহ প্রায়শই অপূরণ থাকার কারণে শিশুদের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে ওঠে। ফলে তাদের বিকাশের বিভিন্ন দিক ক্ষতিগ্রস্ত হয়। নিম্নে শিশু বা শিশুর বিকাশের ক্ষেত্রে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব গুলি আলোচনা করা হল -
দৈহিক বিকাশের ক্ষেত্রে -
- পারিবারিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রায়শই শিশুর প্রতি অবহেলা বা উদাসীনতা দেখা যায়। ফলে শিশুর সঠিক যত্নের অভাবে পুষ্টিহীনতায় ভোগার সম্ভাবনা থাকে।
- অনেক সময় পারিবারিক অশান্তি শিশুর মনের ওপর এতটাই প্রভাব ফেলে যে, শিশু সহজেই ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে।
মানসিক বিকাশের ক্ষেত্রে -
- বিশৃঙ্খল গৃহপরিবেশের ফলে শিশুর সুস্থ মানসিক বিকাশ হয় না। তাদের মধ্যে মানসিক অস্থিরতা বা বিচলতা দেখা যায়। যার ফলে সেই শিশুটি তার পাঠে অমনোযোগী হয়ে পড়ে।
- গৃহপরিবেশে বিশৃঙ্খলা তৈরি হলে শিশুর মধ্যে হতাশা, উদ্বিগ্নতা, ভয়, নিরাপত্তাহীনতা প্রভৃতি নেতিবাচক দিকের প্রসার ঘটতে দেখা যায়।
- পারিবারিক বিশৃঙ্খলার কারণে শিশুর ব্যক্তিত্বের বিকাশ সুষ্ঠুভাবে ঘটতে পারে না। ফলে শিশু অনেক সময় মানসিক বিকারগ্রস্ত হয়।
প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে -
- পারিবারিক অস্থিরতার ফলে কোন শিশুর প্রাক্ষোভিক বিকাশ সঠিকভাবে হয় না। ফলে তাদের মধ্যে বিভিন্ন প্রক্ষোভগত অসাম্য সৃষ্টি হয়।
- বিশৃঙ্খল গৃহপরিবেশে শিশুর মধ্যে ঋণাত্মক প্রক্ষোভের বিকাশ ঘটে। যেমন - অতিরিক্ত রাগ, ক্ষোভ, হিংস্রতা, আক্রমণাত্মক মনোভাব প্রভৃতি।
সামাজিক বিকাশের ক্ষেত্রে -
- পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা তৈরি হলে শিশু তার বাইরের সামাজিক পরিবেশে সঠিকভাবে সামঞ্জস্য বিধান করতে পারে না।
- অনেক সময় শিশুর মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অনীহা দেখা যায়। ফলে তার মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা কম হয়।
সবশেষে বলা যায় যে, বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে শিশুর শিক্ষার ক্ষেত্রে কুপ্রভাব ফেলে এবং শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।