বঞ্চনা প্রতিরোধে পিতা-মাতা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো (Discuss the role of parents and school in the prevention of deprivation). -
শিশুদের বিকাশ যথাযথ হওয়ার থেকে তারা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রেখে পিতা মাতা ও বিদ্যালয়কে যে যে ভূমিকা পালন করতে হবে সেগুলি হল -
১. জীবন বিকাশের প্রতিটি স্তরে পিতা-মাতাকে শিশুদের ওপর অধিক মনোযোগী ও যত্নবান হতে হবে।
২. শিশুদের মানসিক পরিস্থিতিকে বুঝে সেই অনুযায়ী পিতা-মাতা চাহিদা পূরণ করতে পারেন। তাতে শিশুর মানসিক স্থিতি ঠিক থাকবে।
৩. পিতা-মাতাদের উচিত শিশুদের জন্য নিজস্ব গৃহপরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখা।
৪. গৃহপরিবেশে শিশুর কোন চাহিদা যাতে অপূর্ণ না থাকে সেদিকে মা-বাবাকে লক্ষ রাখতে হবে।
৫. বিদ্যালয়ে শিশুর গ্রহণযোগ্যতাকে ঠিক রাখার জন্য শিক্ষকগণ শিশুর প্রতি বিশেষ যত্নবান হবেন।
৬. শ্রেণীকক্ষে শিশু যাতে কোনভাবেই বঞ্চিত না হয় সেজন্য শিক্ষকগণ সমস্ত শিশুর প্রতি সমমনোভাব পোষণ করবেন।
৭. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাগণ বিশেষ যত্নবান হবেন।