বৃদ্ধি ও বিকাশের স্তরসমূহ সম্পর্কে আলোচনা করো

বৃদ্ধি ও বিকাশের স্তরসমূহ (Stages of growth and development) -

আমরা যদি আমাদের চারিদিকে বিভিন্ন বয়সের মানুষদের দেখি, তাহলে দেখব বিভিন্ন মানুষ বিভিন্ন ধরণের আচরণ করছে। এই পার্থক্য দেখা যায় মানুষের জীবন বিকাশের বিভিন্ন স্তরের জন্য। কারণ বিভিন্ন স্তরের বিকাশের বৈশিষ্ট্য আলাদা। মানুষ যখন একটি স্তর থেকে অন্য স্তরে পৌঁছায় তখনই কিন্তু তার হঠাৎ পরিবর্তন ঘটে না, এই পরিবর্তন ঘটে ধীরে ধীরে। মানুষের জীবন বিকাশের স্তর বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে দিয়েছেন। তবে বহুলভাবে ব্যবহৃত জীবন বিকাশের তালিকা হল -

(1) প্রাক্জন্ম (Pre-natal) ঃ জন্মের পূর্বের অবস্থা

(2) শৈশব (Infancy) ঃ 0-2 বছর

(3) বাল্যকাল (Childhood) -

  • a. আদি বাল্য (Early Childhood) ঃ 2-5 বছর
  • b. প্রান্তীয় বাল্য (Late Childhood) ঃ 5-11 বছর

(4) কৈশর (Adolescence) ঃ 11-19 বছর

(5) প্রাপ্তবয়স্ক (Adulthood) -

  • a. আদি প্রাপ্তবয়স্ক (Early Adulthood) ঃ 19-40 বছর
  • b. মধ্য প্রাপ্তবয়স্ক (Middle Adulthood) ঃ 40-60 বছর
  • c. প্রবীণ প্রাপ্তবয়স্ক (Aged Adulthood) ঃ 60 -এর ঊর্ধ্বে

Post a Comment

Previous Post Next Post