প্রাপ্তবয়স্কের বিকাশজনিত বৈশিষ্ট্য গুলি আলোচনা করো

প্রশ্ন ঃ প্রাপ্তবয়স্কের বিকাশ জনিত বৈশিষ্ট্য গুলি আলোচনা করো (Discuss the development characteristics of adulthood.) 

অথবা,

প্রশ্ন ঃ টীকা লেখ - প্রাপ্ত বয়স্কের বিকাশ জনিত বৈশিষ্ট্য (Write a note on 'development characteristics of adulthood'.)

উত্তর ঃ 

প্রাপ্তবয়স্ক স্তরের বয়সসীমা ১৮ বছর থেকে শুরু করে ৬০ ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত। প্রাপ্ত বয়স্ক স্তরকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা - ১৮-৪০ বছর বয়স পর্যন্ত আদই প্রাপ্ত বয়স্ক, ৪০-৬০ বছর পর্যন্ত মধ্য প্রাপ্ত বয়স্ক এবং ৬০ বছরের পরবর্তী সময়কে প্রবীণ প্রাপ্তবয়স্ক। এই সম্পূর্ণ সময়ের মধ্যে আদি প্রাপ্তবয়স্ক স্তরের প্রথম দিকে কিছু অসম্পূর্ণ বিকাশগত পরিবর্তন সম্পন্ন হয়। কিন্তু পরবর্তীতে মধ্য ও প্রান্তীয় প্রাপ্তবয়স্ক সময়ে কেবল অভিজ্ঞতার হার বৃদ্ধি ব্যতীত অন্যান্য বিকাশ স্থিতিশীল হয়ে থাকে। নিম্নে প্রাপ্তবয়স্ক স্তরের বিকাশজনিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হল -

দৈহিক বিকাশ ঃ এই স্তরের প্রথম দিকে মানুষের কিছুটা দৈহিক বিকাশ সম্পন্ন হয়। যেমন -

     (১) শরীরের ওজন কিছুটা বেড়ে যায়।

     (২) কৈশোরের শেষ পর্যায়ে উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে গেলেও এই স্তরে কিছুটা শারীরিক উচ্চতা বৃদ্ধি পায়।

     (৩) দেহের গঠন সম্পন্ন হয়। হাড়ের গঠন এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গের গঠন যথাযথ হয়।

মধ্য প্রাপ্তবয়স্কের শেষের দিকে ত্বক কুঁচকে যাওয়ার লক্ষণ দেখা যায়, হাড় ও দাঁতের গঠনে ক্ষয় দেখা যায়, স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে এবং মানুষের কার্যক্ষমতা কমে আসতে থাকে।

মানসিক বিকাশ ঃ প্রাপ্তবয়স্ক স্তরের আগেই মানুষের মানসিক বিকাশ সম্পন্ন হয়ে যায়। কিন্তু এই সময় এসে ব্যক্তির মানসিক স্থিতিশীলতা তৈরি হয়। এই সময় থেকে ব্যক্তি বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে। নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে নিজেকে পূর্ণ করে তোলে।

সামাজিক বিকাশ ঃ 

     (১) আদি প্রাপ্তবয়স্ক স্তরে মানুষ অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব তৈরি করতে চায় এবং সকলের কাছে নিজের একটা পরিচয় প্রকাশ করতে চায়।

     (২) মধ্য প্রাপ্তবয়স্ক স্তরে ব্যক্তি তার নিজের কথা কম চিন্তা করে। এই স্তরে মানুষ তার পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে। পরবর্তী প্রজন্ম যাতে সমাজ উপযোগী হয়ে উঠতে পারে সেই ব্যাপারে ব্যক্তি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

     (৩) প্রান্তীয় প্রাপ্তবয়স্ক স্তরে ব্যক্তি তার বিভিন্ন কর্মকে মূল্যায়ন করে। সে তার জীবনে কতটা সফল বা ব্যর্থ তার ওপর নির্ভর করে এই স্তরে ব্যক্তির সামাজিক বিকাশ ও স্বাচ্ছন্দ্য কেমন হবে।

প্রাক্ষোভিক বিকাশ ঃ একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে সে তার পছন্দ অনুযায়ী পরিবেশে ও কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারলে তার প্রাক্ষোভিক বিকাশ ভারসাম্য অবস্থায় থাকে। 

Post a Comment

Previous Post Next Post