ভাষার উপাদান সমূহ বর্ণনা করো

ভাষার উপাদান সমূহ বর্ণনা করো (State the factors of language.)

উত্তর ঃ 

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়- এর মতে, মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনি দ্বারা নিষ্পন্ন, কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিকে ভাষা বলে। নিম্নে ভাষার উপাদানসমূহ বর্ণনা করা হল - 

ধ্বনি (Phonology) ঃ যে সমস্ত প্রতীক বা চিহ্ন দিয়ে ভাষা তৈরি হয় তাকেই ধ্বনি বলে। ধ্বনি হল ভাষার প্রাথমিক উপাদান।

শব্দার্থ (Semantics) ঃ শব্দার্থ-এর অর্থ হল শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি। যেমন - শিশু ও কিশোর শব্দ দুটির অর্থ ভিন্ন ও বয়সভেদে এই শব্দদুটির পার্থক্য লক্ষ্য করা যায়।

বাক্যগঠন বা বাক্যবিন্যাস (Syntax) ঃ ভাষার প্রকারভেদ রয়েছে এবং ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়মও পৃথক। শব্দকে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বাক্য তৈরির নীতিকে ব্যাকরণ বা বাক্যবিন্যাস বলে।

প্রায়োগিক দিক (Pragmatics) ঃ বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন সময়ে শব্দের বা বাক্যের ব্যবহারের উপলব্ধিকে বলে ভাষার প্রায়োগিক দিক বা Pragmatics. যেমন - কোন শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে থাকে, আবার যখন ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে থাকে, তখন তার শব্দ বা বাক্যের প্রয়োগ একই রকম হয় না। এটাই হল ভাষার প্রায়োগিক দিকের উদাহরণ। 

Post a Comment

Previous Post Next Post