প্রশ্ন ঃ প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো (Write in brief the advantages and disadvantages o projective techniques.)
উত্তর ঃ পরিমাপের ক্ষেত্র থেকে ব্যক্তিগত প্রভাব দুর করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাকে প্রতিফলন বা প্রক্ষেপণ বলা হয়। প্রতিফলন বা প্রক্ষেপণ কথার অর্থ হল - নিজের কোন বৈশিষ্ট্যকে অপরের মধ্যে প্রতিফলিত হতে দেখা। নিম্নে প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করা হল -
সুবিধা -
১. সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের সহজ সমস্যাগুলি নির্ণয় করা যায়।
২. নিরক্ষর, প্রতিবন্ধী ও শিশুদের জন্য এই অভীক্ষা বিশেষ কার্যকরী।
৩. প্রক্ষেপণ অভীক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়।
৪. বয়ঃসন্ধির সময় শিক্ষার্থীদের গৃহ-পরিবেশ ও বিদ্যালয় পরিবেশে অভিযোজন সংক্রান্ত তথ্য সংগ্রহে সুবিধা হয়।
অসুবিধা -
১. প্রক্ষেপণ অভীক্ষাগুলিতে ব্যক্তিগত প্রভাব লক্ষ করা যায়, যার ফলে সঠিক ফলাফল পাওয়া অনেক সময় সম্ভব হয় না।
২. আদর্শায়িত প্রতিফলন অভীক্ষার সংখ্যা কম।
৩. মনোবিদরা প্রক্ষেপণ অভীক্ষার যথার্থতা নিয়ে সন্দেহ পোষণ করে।
৪. এই ধরণের অভীক্ষার প্রয়োগ, পরিচালন ও মন্তব্যে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন হয়।