ফ্রয়েডের মতে চেতনার স্তর বা মাত্রা কি ? (Discuss the levels of conciousness according to Freud.)
চেতনার মাত্রা বা স্তর সম্পর্কে আলোচনা করো (Write the Freud's views on levels of conciousness.)
উত্তর ঃ মনোবিদ ফ্রয়েড তাঁর মানসিক অবস্থানকে তিনটি স্তরে বর্ণনা করেছেন। যথা - (১) চেতনার স্তর [Conscious mind] (২) প্রাক্-চেতন স্তর [Pre-conscious mind] (৩) অবচেতন স্তর [Unconscious mind]. নিম্নে এই স্তর গুলি সম্পর্কে আলোচনা করা হল -
১. চেতন স্তর (Conscious mind) ঃ যে সকল মানসিক ক্রিয়াকলাপ ব্যক্তি সচেতনভাবে করে থাকে, তাকে ব্যক্তির সচেতন বা চেতন স্তর বলা হয়। এই স্তরে ব্যক্তি বাস্তবতার সঙ্গে সম্পর্ক রেখে চিন্তাভাবনা করে বা কাজ করে। এটি আমাদের মনের একটি ক্ষুদ্র অংশ।
২. প্রাক্-চেতন স্তর (Pre-conscious mind) ঃ চেতন ও অবচেতন মনের মধ্যবর্তী স্তরটি হল প্রাক্-চেতন স্তর। এই স্তরের চিন্তা বা কাজ সম্পর্কে ব্যক্তি সচেতন না থাকলেও এগুলি তার মধ্যে সুপ্ত অবস্থায় থেকে যায়। পূর্বে অর্জিত অভিজ্ঞতা বা স্মৃতির সঙ্গে এই স্তরের কাজ জড়িত থাকে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে, ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কোন পূর্ব ঘটনার স্মৃতি।
৩. অবচেতন স্তর (Unconscious mind) ঃ অবচেতন স্তরটি ব্যক্তির মনের অধিকাংশ স্থান জুড়ে থাকে। মনের এই স্তরেই ID বা ইদ-এর অবস্থান। এই স্তরে ব্যক্তির সম্পূর্ণ ভুলে যাওয়া স্মৃতি, কামনা, বাসনা ইত্যাদি অবদমিত অবস্থায় থাকে। এই অবদমিত বিষয়গুলি অচেতন স্তরে থেকেও ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করতে পারে।