প্রশ্ন ঃ নৈতিক বিকাশে প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে পার্থক্য গুলি কি কি (Distinguish between pre-conventional and post-conventional level is of moral development.)
উত্তর ঃ Morality বা নৈতিকতা হল কোন কিছুর ভালো বা খারাপ বিচার করার ক্ষমতা। কোন্ পরিস্থিতিতে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিচারকরণের ক্ষমতা হল নৈতিকতা। এই নৈতিকতার বিকাশ হঠাৎ করে হয় না। এই ক্ষমতার বিকাশ হয় ধীরে ধীরে। এই ধরণের বিচাররকরণের ক্ষমতার পরিবর্তনই হল নৈতিক বিকাশ। নৈতিক বিকাশে প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে যেসব পার্থক্য লক্ষ করা যায়, তা নিম্নে আলোচনা করা হল -
১. প্রাক-প্রথাগত পর্যায়ে কোন কাজ ঠিক না ভুল সেটা ঠিক হয় অন্যরা সেই কাজকে ঠিক না ভুল বলছে তার ওপর। যে কাজ করলে অন্যরা প্রশংসা করে সেই কাজকেই প্রাক-প্রথাগত পর্যায়ে সঠিক বলে মনে করা হয়।
অন্যদিকে, উত্তর প্রথাগত পর্যায়ে সমাজস্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার ওপর ভিত্তি করে এই স্তরে ভালো বা মন্দ বিচার করা হয়। এই স্তরে ব্যক্তি মনে করে সমাজের ভালোর জন্য আইনও পাল্টানো যেতে পারে।
২. প্রাক-প্রথাগত পর্যায়ে সমাজের বা রাষ্ট্রের নিয়মনীতি মেনে যে কাজ করা হয় সেই কাজটিকেই ব্যক্তি সঠিক বলে মনে করে। সে সামাজিক নিয়মনীতিকে মান্য করে এবং সেগুলি মেনেই কাজ করতে চায়।
অন্যদিকে, উত্তর প্রথাগত পর্যায়ে ব্যক্তির ভালোমন্দ বিচার সম্পূর্ণভাবে মানুষের বিবেকবোধের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু যুক্তিকরণের ক্ষমতা রয়েছে, তার ওপর নির্ভর করেই ব্যক্তি বিচার করে। এক্ষেত্রে সমাজস্বীকৃত বা রাষ্ট্রের স্বীকৃত নীতিসমূহ জানলেও তার ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি বিচার করে।