বিগলান মডেল প্রদত্ত জ্ঞানচর্চার ক্ষেত্রের প্রথাগত কাঠামোটি উদাহরণসহ ব্যাখ্যা করো

বিগলান মডেল প্রদত্ত জ্ঞানচর্চার ক্ষেত্রের প্রথাগত কাঠামোটি উদাহরণসহ ব্যাখ্যা করো (Explain with example, the formal structure of discipline as per 'Biglan Model'.)

উত্তর ঃ 

বিগলান প্রদত্ত তিনটি মাত্রার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেগুলি নিম্নে আলোচনা করা হল - 

     (১) দৃষ্টান্ত উন্নয়ন যৌগ কিনা তা বিচারকরণ। যেটি যত বেশি দৃষ্টান্ত অনুকরণ যৌগ, সেটি হল কঠিন বিদ্যা। যেমন - প্রকৃতি বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান। সর্বজনীন মতামতের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানের ক্ষেত্রে দৃষ্টান্তের উন্নয়ন ঘটে অনবরত, তাই এই বিদ্যা হল কঠিন বিদ্যা। অপরপক্ষে সর্বজনীন মতামত অনুযায়ী সমাজবিজ্ঞান নরম বিদ্যা হিসাবে পরিগণিত।

     (২) বর্তমানে বিভিন্ন বিদ্যা বিশেষ করে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিশুদ্ধ ও ফলিত দুটি করে শাখা আছে। যেমন - বিশুদ্ধ রসায়ন ও ফলিত রসায়ন, বিশুদ্ধ গণিত ও ফলিত গণিত প্রভৃতি। 

     (৩) বিগলান মডেলে বিদ্যার শ্রেণিবিভাগে অপর একটি কথা বলা হয়েছে যেটি একধরণের বিদ্যা বা জীবনের সঙ্গে সম্পর্কিত ও অপর ধরণের বিদ্যা যার সঙ্গে জীবনের কোনরূপ সম্পর্কে নেই। যেমন - জীবনবিজ্ঞান, তা প্রাণীবিদ্যাই হোক আর উদ্ভিদবিদ্যাই হোক বা শারীরবিদ্যাই হোক, এরা প্রত্যেকেই কোন না কোন ভাবে জীবনের সঙ্গে সম্পর্কিত। অপরপক্ষে গণিত, ভৌতবিজ্ঞান বা ভাষা - এই ধরণের বিদ্যার সঙ্গে জীবনের কোন প্রত্যক্ষ সম্পর্ক নেই। 

Post a Comment

Previous Post Next Post