ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণসহ সংক্ষেপে বিবৃত করো

ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণসহ সংক্ষেপে বিবৃত করো (Briefly describe different functions of Language with example.) 

ভাষার কাজ বহুবিধ, প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে ভাষা হাতিয়ার হিসাবে কাজ করে। ভাষা হল মানব সভাতার দর্পণ। নিম্নে ভাষার কার্য আলোচনা করা হল - 

ভাষা হল বর্ণনাত্মক (Language is expressive) ঃ ভাষা যোগাযোগ সৃষ্টি করে। যোগাযোগ থেকে তথ্য সংগৃহীত হয় এবং সেই তথ্য দ্বারা আমরা কোনকিছুর বর্ণনা, প্রকাশ, অনুভূতি, প্রয়োজন ইত্যাদি বিষয়কে তুলে ধরতে পারি ।

ভাষা হল প্রত্যক্ষণ (Language is observations) ঃ বিভিন্ন তথ্য আমরা যা লক্ষ করি তাকে ভাষার মাধ্যমে উপস্থাপন করে থাকি। ভাষা হল আমাদের পর্যবেক্ষক। আমাদের তথ্য, তত্ত্ব এবং সত্য ভাষার মাধ্যমেই প্রাণবন্ত হয়ে ওঠে। সঠিক যোগাযোগ আমাদের প্রত্যক্ষণকে শক্তিশালী করে। 

ভাষা ভাবনার পরিচয়বাহী (Expressing thoughts) ঃ চিন্তার মধ্যে দিয়ে আমাদের অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা যায়। বিষয়বস্তুর মূল্যায়নের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। আমাদের চিন্তার মধ্যে দিয়ে ইন্দ্রিয় মাধ্যমে আমাদের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। বৌদ্ধিক বিকাশে ভাষা একটি গুণগত পদ্ধতি হিসাবে কাজ করে, "Our observations are based on sensory information, thoughts are connected to our beliefs, attitudes and values."

ভাষা অনুভূতি প্রকাশের মাধ্যম (Expressing feelings) ঃ "We communicate our emotions. Expressing feeling is a difficult part of verbal communications." ভাষা আমাদের আবেগ বহন করে। ভাষার মাধ্যমে আমরা আমাদের অনুভূতিকে প্রকাশ করি। সঠিকভাবে অনুভূতি প্রকাশের জন্য আমাদের প্রয়োজন আবেগ সংক্রান্ত শব্দভাণ্ডারের যথাযথ নিয়ন্ত্রণ। ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন বিকাশের ক্ষেত্রে বিংশ শতকের প্রথমদিকে বিভিন্ন দেশাত্মবোধক সংগীতে ভাষার ব্যবহার, যেমন - 'বন্দেমাতরম' এই শব্দের দ্বারা দেশাত্মবোধের অসম্ভব প্রয়োগ, জনপ্রিয়তা, ভাষার আবেগ এবং তার গুরুত্বকে প্রমাণ করে।
 
ভাষা প্রয়োজন ভিত্তিক (Expressing needs) ঃ "When we express needs, we are communicating in an instrumental way to help us get things done." ভাষার মাধ্যমে যখন কোন প্রয়োজনের কথা বলা হয় তখন আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা যান্ত্রিক হয়ে পড়ে। নিজের প্রয়োজন বা অন্য কোন ভাবে প্রয়োজনগুলিকে সঠিকভাবে ভাষার মাধ্যমেই তুলে ধরা যায়। এদিক থেকে ভাষার ব্যবহারিক, আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজন। আমাদের জীবনের অভাবগুলিকে আমরা ভাষার মাধ্যমেই প্রকাশ করে থাকি। 

Post a Comment

Previous Post Next Post