আরবদের সিন্ধু বিজয়ের কারণ -
অষ্টম শতাব্দীর শুরুতেই ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে আরবদের অভিযান ঘতেছিল। ৭১২ খ্রিস্টাব্দে মহম্মদ বিন কাশিমের নেতৃত্বে আরবরা সিন্ধুদেশ জয় করেছিল। আরবদের এই সিন্ধু বিজয়ের পিছনে কিছু কারণ বিদ্যমান ছিল। যেমন -
ইসলাম ধর্মের প্রসার ঃ বহু ঐতিহাসিক মনে করেন যে, আরবরা ইসলাম ধর্ম গ্রহণের পর ধর্ম প্রচারকে মূল উদ্দেশ্য করে বিভিন্ন দেশ অভিযান শুরু করে। ঐতিহাসিক শ্রীবাস্তব মনে করেন যে, আরবদের সিন্ধু অভিযানের পিছনে মূল কারণ ছিল ইসলাম ধর্মের প্রসার।
বাণিজ্যের বিস্তার ঃ আরবরা দীর্ঘদিন ধরে ভারতের উপকূল অঞ্চলকে নিজেদের দখলে এনে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছিল। কেননা ভারতীয় দ্রব্যের তখন ইউরোপের বাজারে প্রচুর চাহিদা ছিল। বিশেষত মশলা ব্যবসায় আরবরা নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েছিল।
ধনসম্পদ লুণ্ঠন ঃ ঐতিহাসিক আর্নল্ড মনে করেন যে, ধনসম্পদ লুণ্ঠন এবং রাজ্যগ্রাস ছিল আরবদের রাজ্য বিস্তারের প্রধান কারণ। তখন ভারতের প্রাকৃতিক সম্পদ এবং ধনসম্পদের প্রতি লোভ আরবদের ভারত অভিযান করতে আগ্রহী করেছিল। আর হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতে কোন কেন্দ্রীয় শক্তি না থাকায় ভারতের রাজনৈতিক ঐক্য নষ্ট হয়ে যায়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ধনসম্পদ লুণ্ঠন এবং রাজ্য গ্রাস আরব অভিযানের অন্যতম কারণ ছিল।
আরবদের জাহাজ লুণ্ঠন ঃ আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ হিসাবে কাজ করেছিল আরবদের জাহাজ লুণ্ঠন। আরব সাগরে জলদস্যুরা সিন্ধু উপকুলে আরবের শাসক আল হাজ্জাজের জাহাজ লুঠ করে নেয়। হাজ্জাজ এর জন্য সিন্ধুর রাজা দাহিরকে দায়ী করে ক্ষতিপূরণ চান। কিন্তু দাহির তা মানতে অস্বীকার করলে আরবরা সিন্ধু আক্রমণ করে।